Jobs

অতিমারির সময় কাজ হারিয়েছেন অনেক মানুষ। বেকারত্বের জ্বালা বুকে নিয়ে ঘুরছেন। এমন একটি সময়ে ভারতীয় ডাক বিভাগ নিয়ে এল চাকরির সুযোগ। মহারাষ্ট্র গ্রামীণ ডাক সেবকদের পদগুলির জন্য আবেদন জমা দেওয়ার তারিখ বাড়াল ভারতীয় ডাক। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন ভারতীয় ডাকের appost.in এ অফিসিয়াল ওয়েবসাইট মারফত।
ঔরঙ্গাবাদ, বিদ, জলগাঁও, ধুলি, ভূসাভাল, ওসমানাবাদ, নন্দের, কোলহাপুর, ফারওয়ানিয়া, সাঙ্গালি, মুম্বই, পুনে সহ আরও বেশ কয়েকটি জায়গা থেকে প্রার্থীরা পোস্টমাস্টার, সহকারী পোস্টমাস্টার এবং সেবকের জন্য আবেদন জানাতে পারবেন। মোট শূন্যপদের সংখ্যা ২৪৮৮।
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। স্বীকৃত স্কুল বোর্ড থেকে দশম শ্রেণী পাশ করতে হবে। থাকতে হবে গণিত, ইংলিশ এবং স্থানীয় ভাষায় পাশ মার্ক। উল্লেখ্য, স্থানীয় ভাষায় জ্ঞান থাকা বাধ্যতামূলক।
আবেদনের ক্ষেত্রে UR/OBC/EWS পুরুষ/ ট্রান্স ম্যানের ক্ষেত্রে আবেদন ফি হিসাবে দিতে হবে ১০০ টাকা। মহিলা এবং SC/ST দের ক্ষেত্রে কোন ফি লাগবে না।
অনলাইনে টাকা জমা দেওয়া হলে আবেদন অনুযায়ী প্রার্থীদের অটোমেটেড জেনারেটেড মেধা তালিকার ভিত্তিতেই বাছাই করা হবে। বেতন হবে ১০,০০০-১৪, ৫০০ টাকা।
বিস্তারিত জানার জন্য নজর রাখুন নিচের লিংকে
https://appost.in/gdsonline/Home.aspx
বা
https://indiapostgdsonline.in/gdsonlinec3p7/Registration_A.aspx
ব্যুরো রিপোর্ট