Daily

রেলের একাংশ, বিমানবন্দর সহ একাধিক ক্ষেত্র বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পর এর বেসরকারিকরণের কোপ পড়তে চলেছে ভারতীয় ডাক বিভাগের উপর। উন্নত পরিষেবা দেওয়া আর খরচ কমানোর নামে, আম জনতার চোখে ঠুলি পড়িয়ে, কার্যত পিছনের দরজা দিয়ে কর্পোরেটদের ভিতরে ঢোকার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে।
এর সূত্রপাত হলো রাজধানীর হাত ধরেই। এতদিন পোস্টম্যান, মাল্টি টাস্কিং স্টাফ – এসবই পোস্টাল বিভাগের নিজস্ব পদ্ধতিতে নিয়োগ হত। এখন এই দুই ক্ষেত্রেই আউটসোর্সিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে। গত ২১ তারিখ দেশে প্রথমবার নিউ দিল্লি সেন্ট্রাল ডিভিশন থেকে এজেন্সির মাধ্যমে নিয়োগের জন্য বেসরকারি সংস্থার কাছে টেন্ডারের আহ্বান জানিয়েছে ডাকবিভাগ।
পোস্টাল সার্কেল বিভাগের কাছে ফ্র্যাঞ্চাইজি স্কিম চালুর প্রস্তাব দিয়েছে যোগাযোগ মন্ত্রক। যেখানে উল্লেখ করা হয়েছে যে, কর্পোরেট সংস্থাগুলোকে অন্ততপক্ষে ৩০ টি সেন্টার খুলতে হবে। তবে জট বাঁধছে এখানেই। বিশেষজ্ঞরা মনে করছেন,কোনো বহুজাতিক সংস্থা যদি এই ডাক পরিষেবা দেওয়া শুরু করে, তাহলে গ্রামীণ পোস্টঅফিসগুলো গ্রাহক শূন্য হয়ে পড়বে।
এখানেই শেষ নয়, সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াও হবে এজেন্সির মাধ্যমে। আর তাছাড়াও গ্রাহক টানতে প্রথমে ভালো সুযোগ সুবিধা দিলেও, পড়ে গ্রাহকদের কাঁধেই বাড়তি চাপ পড়তে পারে। কাজেই গাছে তুলে মই কেড়ে নেওয়ার আশঙ্কা, একেবারে ঝেড়ে ফেলে দেওয়া যাচ্ছে না। তাই সরকারী কর্মীরা একজোট হয়ে তীব্র বিরোধিতা করার পথেই হাঁটছে বলে, সূত্রের খবর।
ব্যুরো রিপোর্ট