Market

বর্তমানে পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে ভীষণ ভালো সুদের হার মেলায় বহু মানুষ বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসকেই বেছে নিয়েছেন। কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রকল্পে সুদের হার বৃদ্ধি করেছে। ফলে গ্রাহকরা বিনিয়োগ করা অর্থ থেকে এবার আরও বেশি সুদ হাতে পাবে।
সূত্রের খবর অনুযায়ী ১লা জুলাই থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত স্বল্প সঞ্চয় স্কিমগুলোতে নতুন সুদের হার প্রযোজ্য হবে। আগামীকাল থেকে পোস্ট অফিসের savings deposit এ পাওয়া যাবে ৪% সুদের হার। আগে ১ বছরের জন্য বিনিয়োগ করলে পাওয়া যেত ৬.৮% সুদ। কিন্তু এখন মিলবে ৬.৯%। ২ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে ৬.৯% এর পরিবর্তে পাবেন ৭% সুদের হার। ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বেড়েছে। ফলে এই প্রকল্পে পাওয়া যাবে ৬.৫% সুদ। এছাড়া senior citizen savings scheme (scss), monthly income account scheme(MIS)এও সুদের হার বেড়েছে। বিনিয়োগকারীদের জন্য যে এটা একটি বিরাট সুখবর তা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ