Daily
বাংলায় অশনির প্রভাব সরাসরি না পড়লেও বিগত কয়েকদিনের অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন বাংলার বিভিন্ন জায়গার চাষিরা। প্রবল বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে এলাকার ধানজমিগুলো। ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছেন আমডাঙ্গার বিস্তীর্ণ অঞ্চলের ধান চাষিরা।
কৃষি দপ্তর সূত্রে আগাম মাইকিং করে গেলেও, লাভের লাভ কিছুই হয়নি ধান চাষিদের। কারণ পর্যাপ্ত শ্রমিকের অভাবে ধান কেটে ঘরে তুলতে পারেননি তারা। কাজেই কাটা ধানে অঙ্কুরোদ্গম হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ধান চাষিরা। রোদের দেখা না মিললে ধান শুকনোরও কোন উপায় নেই তাদের। আর ক্ষতির অঙ্কটা হিসেবের ঊর্ধ্বে।
তবে অশনির জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি হলেও, অতিবৃষ্টির জেরে হাসি চওড়া হয়েছে এখানকার পাট চাষিদের। তীব্র গরমের জেরে ল্যাদা পোকার আক্রমনে পচন ধরেছিল পাট গাছে। কিন্তু এই কদিনের বৃষ্টিতে আবারও সতেজ হয়ে উঠেছে পাট গাছগুলো। খুশি পাট চাষিরা।
পাট চাষের ক্ষেত্রে এই হঠাৎ বৃষ্টি আশীর্বাদ নিয়ে এলেও, ধান চাষিদের কিন্তু দুর্দশার সীমা নেই। এখন এর ক্ষতিপূরণ হিসেবে সরকার কোন ব্যাবস্থা করেন কি না, সেটাই দেখার।