Daily
বন্ধের মুখে দক্ষিনেশ্বর-বারাসাতগামী জনপ্রিয় বাসরুট। যাত্রাপথ সম্পূর্ণ না হওয়ায় ব্যাপক ক্ষতি মুখে বাস মালিকরা। গত বছরের লোকডাউন থেকেই ধাক্কা খেয়েছে গণ পরিবহনব্যবস্থা। তারউপর জ্বালানির দাম আকাশছোয়া। এদিকে আবার বাঁধ সেধেছে মধ্যমগ্রাম ব্রিজের নিরাপত্তা।
দক্ষিনেশ্বর টজকে, সোদপুর হয়ে, মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে বারাসাত পৌঁছয় জনপ্রিয় এই ডিএন ৪৩ রুটের বাস। কাজেই পেরোতে হয় মধ্যমগ্রাম ব্রিজ। কিন্তু মধ্যমগ্রাম ব্রিজের নিরাপত্তার কথা ভেবে, কোনো বড় গাড়ি উঠতে দেয়া হচ্ছে না ব্রিজে। তাই গন্তব্যের আগেই দক্ষিনেশ্বর থেকে শ্রীপুর পৌঁছেই থামাতে হচ্ছে যাত্রাপথ। এদিকে কোনো বিকল্প রুটের ব্যবস্থাও করেনি কর্তৃপক্ষ। সম্পূর্ণ রুটে বাস চালাতে না পেরে স্বাভাবিকভাবেই ক্ষুদ্ধ বাস মালিকরা।
রাস্তা কমে যাওয়ায় কমেছে রোজগার। প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই রুটের সাথে যুক্ত ২৪ টি বাসের ড্রাইভার, কন্ডাক্টরের জীবন জীবিকা। এভাবে বাস চালানো কষ্টকর। বাধ্য হতে বাস চালানো বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছেন মালিকরা। যদিও মধ্যমগ্রামের পুর প্রশাসক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, সমস্যার সমাধানে বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে কথা বলছেন তিনি।
ব্যুরো রিপোর্ট