Market
বি পি এন ডেস্কঃ মোদীর উজ্জ্বলা প্রকল্পের উজ্জ্বল স্বপ্নে জল ঢেলে দিল সাম্প্রতিক এক সমীক্ষা। সমীক্ষায় ধরা পড়ল এক অন্য ছবি। সম্প্রতি বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের ৫৮টি জেলার বস্তিতে চালানো সমীক্ষায় জানা গেছে ৮৬ শতাংশ মানুষ নিখরচার গ্যাস প্রকল্প উজ্জ্বলাতে নাম লেখালেও ব্যবহার করছেন মাত্র ৫০ শতাংশ। বাদবাকি লোক এখনও রান্নাঘরে কাঠকয়লা বা কেরোসিনের ওপরেই নির্ভরশীল। কাউন্সিল অন এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটারের সাম্প্রতিক সমীক্ষায় ধরা পড়ল এই ছবি। মোদীজির স্বপ্নের প্রকল্পের বাস্তব চিত্র কেন এমন? উঠে আসছে অনেক চমকপ্রদ তথ্য। মাসখানেকের তফাতে সিলিন্ডারের দাম বেড়েছে ১২৫ টাকা। বর্তমানে একটি গ্যাস সিলিন্ডার কিনতে গেলে গ্রাহকের খরচ হয় ৮৪৫ টাকা। এদিকে ভর্তুকির অঙ্ক বাড়েনি। নিখরচায় গ্যাস সংযোগ দিতে কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা গ্যাস প্রকল্প চালু করেছে ঠিকই। কিন্তু ৮৫০ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হিমসিম খাচ্ছেন অনেকেই। এই রাজ্যেও উজ্জ্বলা প্রকল্পের আওতায় রয়েছেন ৮৮.৫১ লক্ষ মানুষ। কিন্তু ঐটুকুই। একে সিলিন্ডারের এমন চড়া দাম, অন্যদিকে নামমাত্র ভর্তুকি। তাই প্রশ্ন উঠছে, গরীব মানুষকে নিখরচায় গ্যাস দিতে কি সরকার আদৌ চায়?