Daily

পৃথিবীর গভীরতম স্থান হল মারিয়ান ট্রেঞ্চ। বলা হয়, যার ভেতর একটা আস্ত হিমালয় পর্যন্ত ঢুকে যাবে। প্রায় কেউই এখনও পর্যন্ত সেই গভীরতম বিন্দুতে পৌঁছতে পারেননি। তেমনই পৃথিবীর তৃতীয় গভীরতম বিন্দুটি হল ফিলিপিন্স ট্রেঞ্চ। প্রায় ৩৪ হাজার ফুট মহাসমুদ্রের এই গভীর খাদে এখনও পর্যন্ত কারুর পা গিয়ে পৌঁছয়নি। তাই প্রথম থেকেই উৎসাহ ছিল ফিলিপিন্সের কনিষ্ঠতম সমুদ্রবিজ্ঞানী ডঃ দিও ফ্লোরেন্স ওন্দা এবং মার্কিন অভিযাত্রী ভিক্টর ভেসকোভোর। কিন্তু নিচে গিয়ে যা দেখলেন, তাতে বিস্ময়ে থ হয়ে গেলেন তাঁরা।
প্লাস্টিকের দূষণ ইতিমধ্যেই গোটা বিশ্বে পরিবেশের জন্য ত্রাস হয়ে উঠেছে। এভারেস্টে ক্লাইম্বিংয়ের সময় আগেও বহু প্লাস্টিক দেখতে পাওয়া গেছিল। কিন্তু তা বলে সমুদ্রের ৩৪ হাজার ফুট গভীরে প্লাস্টিক! ফিলিপিন্স ট্রেঞ্চে যেখানে আলো এসে পৌঁছয় না সেখানেও থাবা ফেলেছে দূষণ। শুধু প্লাস্টিকই নয়, রয়েছে টেডিবিয়ারও। যাকে প্রথমে দেখে মনে হয়েছিল জেলিফিশ। কিন্তু ভুল ভাঙে অচিরেই। শুধু তাই নয় সমুদ্রের গভীরে ভেসে ছিল খাবারের প্যাকেট থেকে জামাকাপড় সবই।
ব্যুরো রিপোর্ট