Trending

বর্তমান বিশ্বের অন্যতম ত্রাস জলবায়ু পরিবর্তন। এবার ইউনিসেফের তরফ থেকে উঠে এলো আরও একটি আশঙ্কার বার্তা। জানানো হল, বিশ্বের ৩৩টি দেশের শিশুস্বাস্থ্য ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হল, এর প্রভাবে বিশ্বের যেকয়েকটি দেশ চরম উৎকণ্ঠার মুখোমুখি হতে পারে তার মধ্যে অন্যতম হল ভারত।
ইউনিসেফের তরফ থেকে বলা হয়েছে, বন্যা এবং পরিবেশ দূষণের সাঁড়াশি আক্রমণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ভারতের আর্থ-সামাজিক প্রেক্ষাপট। যার সুদূরপ্রসারী চরম প্রভাব পড়বে ভারতীয় শিশুদের। শুধু ভারতই নয়, দক্ষিণ এশিয়ার ৩৩টি দেশের ১০০ কোটি শিশু এই প্রভাব থেকে নিষ্কৃতি পাবেনা। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, বিশ্বের যে ৩০টি শহরকে সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একুশটি রয়েছে এই ভারতে। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের শিশুদের উপরেও এই প্রভাব পড়বে। যার ফল হতে পারে মারাত্মক।
ব্যুরো রিপোর্ট