Trending

পৃথিবীর অন্যতম দূষিত এলাকা হল গাঙ্গেয় সমভূমির বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে উল্লেখযোগ্য হল দিল্লি, পূর্ব, মধ্য এবং উত্তর ভারত। বায়ুদূষণের মাত্রা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে এবার ভয়ানক ঝুঁকির মধ্যে পড়তে চলেছেন এই সকল এলাকার মানুষ। একধাক্কায় গড়ে নয় বছর করে আয়ু হারাতে চলেছেন তাঁরা। উদ্বেগের এই খবরটি প্রকাশিত হয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসির এক নতুন গবেষণায়।
বলা হচ্ছে, মাত্রাতিরিক্ত দূষণের চোটে প্রায় ৪৮ কোটি মানুষের আয়ু এখন রীতিমত সমস্যার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বায়ুদূষণের এই মাত্রা কিন্তু এক জায়গাতেই সীমাবদ্ধ নেই। বরং দূষণ তার সীমা প্রসারে উঠেপড়ে লেগেছে। যার দরুণ ব্যাপক সমস্যার মধ্যে আগামীতে পড়তে পারেন মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মানুষ। তাঁদেরও গড় আয়ু কমতে চলেছে ২.৫ থেকে ২.৯ বছর। কিন্তু দূষণ কতটা মাত্রাছাড়া হয়ে উঠেছে যে কারণে আয়ু কমে আসার মত পরিস্থিতি তৈরি হয়েছে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাতাসে পিএমের গড় ঘনত্ব থাকা উচিৎ ১০ মাইক্রোগ্রাম। কিন্তু ২০১৯ সালে ভারতে এই অঙ্কটা পৌঁছে যায় ৭০ মাইক্রোগ্রামে। যা হু-এর চোখ কপালে তুলে দেয়।
উল্লেখ্য, শুধু ভারতই নয়। দক্ষিণ এশীয় অঞ্চলের বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের মানুষও এই দূষণের শিকার হতে চলেছেন। অত্যধিক জনসংখ্যার কারণে এই দেশগুলিতেও দূষণ তার সীমা পরিসীমা হারাতে বসেছে। যা কার্যত বড় সমস্যার মুখে ফেলে দিতে পারে দক্ষিণ এশিয়ার মানুষগুলিকে।
ব্যুরো রিপোর্ট