Daily
দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলিকে দূর করার জন্য দেশে ডিজিটাল ব্যাংক খোলার প্রস্তাব দিলো নীতি আয়োগ। সম্পূর্ণ টেকনোলজি নির্ভরশীল ডিজিটাল ব্যাংক তৈরির প্রস্তাব দিল তারা। আর এই ক্ষেত্রে ব্যাংকের ফিজিক্যাল ব্যাংকের বজায় ইন্টারনেট আর অন্যান্য পরিষেবা ব্যবহার করবে তারা।
এই ব্যাপারে ‘ভারতের জন্য ডিজিটাল ব্যাঙ্ক লাইসেন্সিং আর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রস্তাব’ শিরোনামে জারি করা আলোচনা পত্রে এই প্রস্তাব দিয়েছে নীতি আয়োগ। এই আলোচনাপত্রে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকগুলো অন্য ভাষায় টাকা জমা নেওয়ার কাজ করবে, ঋণও দেবে। আর এই সমস্ত পরিষেবা দেওয়ার জন্য তারা ফিজিক্যাল ব্রাঞ্চের বজায় ইন্টারনেট ব্যবহার করবে।
ভারতের ইউপিআই পরিকাঠামো ডিজিটাল এই ব্যাপারগুলোকে অনেক বেশি সহজ করে তুলেছে। ইউপিআই- এর মাধ্যমে লেনদেনের পরিমান ৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। এখন এই সমস্ত বিষয়ে লক্ষ্য রেখে ডিজিটাল ব্যাঙ্ক গঠন করার সুপারিশ করা হয়েছে। আর এখান থেকে প্রাপ্ত মন্তব্যের উপর নির্ভর করে, আলোচনা পত্রকে অন্তিম রূপ দেওয়া হবে বলে জানিয়েছে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত।
ব্যুরো রিপোর্ট