Daily

অক্সিজেনের কালোবাজারি বেড়েছে নজিরবিহীন। তাই দুঃসময়ে সংকট এড়াতে উঠেপড়ে লেগেছে প্রশাসন। এমনই ভাবে বাদুতে এক অক্সিজেন উৎপাদনকারী সংস্থার গোডাউনে যৌথ অভিযান চালায় বারাসাত জেলা পুলিশ এবং ড্রাগ কন্ট্রোল বিভাগ।
জানা গিয়েছে কালোবাজারি আটকানোর জন্য বারাসাত জেলা পুলিশ এবং জেলা ড্রাগ কন্ট্রোল বিভাগ যৌথভাবে বারাসাতের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। বাদু চন্ডিগড়ি এলাকায় কলিঙ্গ গ্যাসেস নামক একটি বেসরকারি অক্সিজেন উৎপাদন সংস্থা রয়েছে। ঐ সংস্থার গোডাউনে মঙ্গলবার সকালে অভিযান চালায় তারা। তদন্তের সময় ড্রাগ কন্ট্রোল বিভাগ জানতে পারে এই সংস্থার নিজস্ব কোন সিলিন্ডার নেই। হাসপাতাল এবং নার্সিংহোম থেকে সিলিন্ডার এনে রিফিলিং করে নিয়ে যায়। যদিও নথিপত্র দেখে কোন অসঙ্গতি খুঁজে পাওয়া যায় নি।
অঙ্কিত মুখার্জী, বারাসাত