Trending

বড়দিনে সান্টা আসেনা কে বলল? তবে এ সান্টা কিন্তু কল্পনার সান্টা নন। রীতিমত রক্তে মাংসে গড়া সান্তা। যিনি পথশিশুদের কাছে পুলিশ কাকু নামেই বেশি পরিচিত। পথ শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পুলিশ কর্মী অর্ণব রায়চৌধুরি ও টিম রেভ্যুলেশন ও প্রজাপতি পাঠশালার একান্ত প্রচেষ্টায় বারাসত স্টেশন সংলগ্ন এলাকায় পথ শিশুদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পড়াশোনা থেকে অনেক পিছিয়ে, ক্রমশ নেশায় আসক্ত হয়ে চলা পথশিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতেই অর্ণব বাবু ও তাঁর টিমের এই উদ্যোগ। সান্তা ক্লজ এসে শিশুদের হাতে কেক, মিষ্টি এবং গিফট তুলে দেন। তাদের পরিকল্পনা নিয়ে কী বললেন সকলের পুলিশ কাকু শুনুন।
‘এক দিনে নয়,কিন্তু একদিন হবে’ এই মন্ত্রই আগামীতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় পুলিশ কাকু ও তাঁর টিমকে।
বিক্রম লাহা
বারাসাত