Daily

বড়-সড় সাফল্য আসানসোলের কুলটি থানার ডিসেরগড় ফাঁড়ির পুলিশের।ট্রাকে করে পশুখাদ্যের আড়ালে পাচার হচ্ছিল বিদেশী মদ। অবৈধভাবে এবং সম্পূর্ণ গোপনে। গোপনসূত্রে খবর পেয়ে অভিজান চালায় ডিসেরগড় ফাঁড়ির পুলিশ। ডিসেরগড় নাকা পয়েন্টে হাতে-নাতে পুলিশের হাতে ধরা পরে ট্রাকটি।
আটক করা ট্রাক থেকে পশু খাদ্যের আড়ালে উদ্ধার হয়েছে প্রায় 220 পেটি বিদেশি মদ। যার আনুমানিক মূল্য প্রায় ৫লক্ষ টাকা। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। একটি সাংবাদিক সম্মেলন করে কুলটি থানার এসিপি এম ডি ওমর আলী মোল্লা বলেন, ট্রাকটি আসানসোল থেকে বিপুল পরিমান বিদেশি মদ নিয়ে ডিশেরগড় হয়ে রাঁচি যাচ্ছিল।
হিমাচলপ্ৰদেশে উৎপাদিত ওই মদ এখানে কি করে এলো তা জানতে ইতিমধ্যেই ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কুলটি থানার পুলিশ।ঘটনাতে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
সৌমিত্র গাঙ্গুলী, আসানসোল