Prime
Daily
বিধি-নিষেধের জাঁতাকলে জামাইষষ্ঠীতে জামাইদের বাড়ি পাঠালো পুলিশ
By Business Prime News | June 16, 2021
রাজ্যে এখন চলছে কার্যত লকডাউন। আর সেই বিধিনিষেধের জাঁতাকলে পড়ল এবার জামাই ষষ্ঠী।
সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। এক জেলা থেকে আরেক জেলায় যেতে লাগবে ই-পাস। কিন্তু ই-পাস না থাকায় বহু জামাইকে ধরতে হলো বাড়ির পথ।
সাঁকরাইল, কেশওয়ারী সহ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম শহরের বিভিন্ন জায়গায় বিজনেস প্রাইম নিউজ এর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।
কেউ হেলমেট না পড়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি। পুলিশ ধরতেই হেলমেট মাক্স পড়ে ধরতে হলো বাড়ির পথ।
শ্বশুর বাড়ি না গিয়ে সোজাসুজি ধরতে হলো বাড়ির পথ। শ্বশুরবাড়ির ভালোমন্দ খাওয়া দাওয়া ফেলে ফিরে আসতে হলো বাড়ির চেনা ছন্দে। যারা ফিরে আসলেন কি বলছেন শুনুন ক্যামেরার সামনে।
ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ