Jobs

১ লক্ষ ৩০ হাজার কনস্টেবল নেওয়ার সিদ্ধান্ত নীল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিষয়ে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কনস্টেবল ডিউটি ক্যাডার, গ্রুপ-সি পদে ২০২৩ সালে রিক্রুটমেন্ট রুলস ভিত্তিক একটি গ্যাজেট প্রকাশ করে। সেখান থেকেই জানা গিয়েছে চলতি বছরে কনস্টেবল নেওয়া হবে ১ লক্ষ ২৯ হাজার ৯২৯। যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা থাকবে ১ লক্ষ ২৫ হাজার ২৬২ এবং মহিলা প্রার্থীর সংখ্যা থাকবে ৫৪ হাজার ৬৬৭।
আবেদন জানানোর জন্য মাধ্যমিক পাশ করলেই হবে। তবে আবেদনকারীদের বয়স থাকতে হবে ১৮ থেকে ২৩-এর মধ্যে। জানা গিয়েছে, ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীরা পাবেন ৩ বছর, তফশিলিরা পাবেন ৫ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা পাবেন নিয়ম মাফিক বয়সের ছাড়। পুরুষদের লম্বায় হতে হবে ১৭০ সেমি, তপশীলি উপজাতি হলে ১৬২.৫ সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম এবং পার্বত্য এলাকায় হলে ১৬৫ সেমি মতন। মহিলাদের ক্ষেত্রে লম্বায় অন্তত ১৫৭ সেমি হতে হবে।
প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আবেদনকারীদের প্রথমে কম্পিউটার বেসড এগজাম দিতে হবে। দিতে হবে শরীরী মাপজোক এবং সক্ষমতার পরীক্ষা। তবে যারা অগ্নিবীর প্রার্থী ছিলেন, তাঁদের ক্ষেত্রে শারীরিক পরীক্ষা নেওয়া হবে না। মাইনে থাকবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। শেষে একটাই কথা, স্টাফ সিলেকশন কমিশন কবে বিজ্ঞপ্তি দিয়ে এই দরখাস্ত প্রকাশ করবে, সেটা এখনো জানা নেই। বিজ্ঞপ্তি বেরোলেই সেটা তুলে ধরা হবে বিজনেস প্রাইম নিউজে। তার জন্য নজর থাকুক আমাদের চ্যানেলে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ