Prime
Daily
চাকা চুরির অভিযোগে গ্রেফতার ৩
By Business Prime News | May 11, 2021
Daily
গাড়ির চাকা চুরি করার অভিযোগে তিন অপরাধীকে ধরল বিধাননগর থানার পুলিশ।
সল্টলেকের বিভিন্ন ব্লকে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে চাকা খুলে নেবার অভিযোগ আসছিল বেশ কয়েকদিন ধরে। যদিও কে বা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত, তার হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল রাতে সিসিটিভির ফুটেজে ধরা পড়ে তিন অপরাধীর এই কুকীর্তি। তারপর পার্ক সার্কাস এলাকা থেকে তাদের গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতদের আজ বিধাননগর আদালতে তোলা হবে। চুরির ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা সেবিষয়েও তদন্তে নেমেছে পুলিশ।
মানস চৌধুরী, কলকাতা