Daily

ওমিক্রণ আতঙ্কে ধরাশায়ী শেয়ার বাজার। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েও দুর্দান্ত পারফরম্যান্স দিলো প্রখ্যাত গ্রানাইট খনি প্রক্রিয়াজাতকরণ এবং গ্রানাইট স্ল্যাব বিক্রয়কারী সংস্থা পোকর্না লিমিটেডের। একধাক্কায় ৭ শতাংশ পর্যন্ত শেয়ার বৃদ্ধি পেল এই সংস্থার। গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ২৭২ শতাংশ হারে স্টক রিটার্ন দিয়েছে পোকর্না লিমিটেড। মাত্র ৩ মাসেই তারা ৪২.২৯ শতাংশ রিটার্ন দিয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবারই মঙ্গল বার্তা দিলো সংস্থাটি। ১০ থেকে ৩০ দিনের গড় ভলিউমকেও ছাপিয়ে গিয়েছে এদিনের স্টকের দাম। সংস্থাটির মোট পরিমাণের প্রায় ৫৬.৬৬ শতাংশ শেয়ার রয়েছে বিভিন্ন প্রোমোটারের হাতে। ৩৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ মানুষের হাতে। আর বাকি শেয়ার রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের কাছে। বাজার বিশেষজ্ঞদের মতে, কোনও কোম্পানির শেয়ারের বেশীরভাগ অংশ যখন প্রোমোটারদের হাতে থাকে তখন তাঁরা সেই সংস্থার ব্যবসায়িক উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়ে থাকে।
করোনা পরিস্থিতিতে সাংঘাতিক দরপতন দেখেছিল পোকর্না লিমিটেড। প্রায় ৫০% মত কমে গিয়েছিল কোম্পানির মুনাফা। তবে সেই পরিস্থিতিকে মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে তারা। যার স্পষ্ট প্রমাণ মিলছে তার স্টক রিটার্নের দিকে চোখ রাখলে। বাজার বিশেষজ্ঞদের মতে এই স্বল্প সময়ের মধ্যে যে ব্যাপক পারফরম্যান্স দেখিয়েছে তারা তা শেয়ার বাজারে ফের নতুন চমক দিতে পারে।
ব্যুরো রিপোর্ট