Trending
পাকিস্তানে ঝামেলা নিত্যদিন বৃদ্ধি পাচ্ছে। সেই আঁচে ঘৃতাহুতি দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ। মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সঙ্কট সবই যেন ধীরে ধীরে গ্রাস করছে গোটা পাকিস্তানকে। ফলে বিক্ষোভের আঁচে জ্বলছে পিওকে। এমনকি উড়তে দেখা গেল ভারতের পতাকা। আর তাকেই হাতিয়ার করে এবার কংগ্রেসকে তো বটেই, একইসঙ্গে পাকিস্তান সরকারকেও যেন কিছুটা অস্বস্তির মধ্যে ফেলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রিসেন্টলি, তাঁর একটি ভিডিও ভাইরাল হতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে ভারতের রাজনীতিতে। সেখানেই কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। আর বলেছেন, কেন প্রয়োজন ৪০০ সিট।
হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, পাকিস্তানের অবস্থা যেদিকে এগোচ্ছে তারপর পিওকে ভারতের সঙ্গেই চলে আসবে তবে তার জন্য বিজেপির ৪০০ সিট পাওয়াটা খুব জরুরি। অর্থাৎ, বিজেপি ৪০০টি আসন পেলেই পাক অধিকৃত কাশ্মীর চলে আসবে এবার ভারতের হাতে। তার শুরুটা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। কংগ্রেসকে এই নিয়ে বলতে গেলে হয়ত আইসিইউ-তেও যেতে হতে পারে। এভাবেই চাঁচাছোলা ভাষায় কার্যত আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কী বললেন তিনি এবার শুনে নিন…
এখানেই বলে রাখি, পাকিস্তানের অবস্থা যত দিন যাচ্ছে ততই শোচনীয় হয়ে উঠছে। ১ লিটার দুধের দাম সেখানে ছাড়িয়ে গেছে ২০০ টাকা। নতুন সরকার গঠন হলেও পাকিস্তানকে এই অবস্থা থেকে বের করে আনা সম্ভব হচ্ছে না। আর পিওকে নিয়ে এই সরকারের অস্বস্তি যেন দিন দিন কার্যত বাড়ছে। অনেক আগে থেকেই পিওকের সাধারণ মানুষ পাক প্রশাসনের উপর বিতৃষ্ণা দেখিয়ে আসছেন। এবার যেন সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ফলে পিওকের যে দোলাচল অবস্থা তৈরি হয়ে গিয়েছে সেখান থেকে ভারতের সঙ্গে পিওকে যুক্ত হলে হয়ত ধরে প্রাণ পাবেন সেখানকার সাধারণ মানুষ। আর সেটা তখনই হবে যদি ৪০০ আসনে বিজেপি জয়ী হয়। এমনটাই মনে করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ