Prime
Daily
বিমানের কার্গোতে জড়িয়ে বিষধর সাপ
By sanchitabpn21 | August 6, 2021
গতকাল সন্ধ্যায় একটি বেসরকারি সংস্থার বিমান দমদম বিমানবন্দরের নামতেই ঘটল বড়সড় বিপত্তি। বিমানের কার্গোতে জড়িয়ে রয়েছে ভয়ংকর বিষধর সাপ। এদিন রায়পুর থেকে কলকাতায় নামে বেসরকারি সংস্থা ইন্ডিগোর একটি বিমান। বিমানটির দমদম থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। সাপের দেখা মিলতে বিমানবন্দরের পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরে । পরে বনদপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর বিমানটিকে স্যানিটাইজ করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়া হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় গোটা বিমানবন্দর জুড়ে। দেখুন সেই ভাইরাল ভিডিও। এই ঘটনা সম্পর্কে আমরা কথা বলেছি আমাদের প্রতিনিধি অঙ্কিত মুখার্জীর সঙ্গে।
দমদম থেকে অঙ্কিত মুখার্জীর রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ