Daily

একটি গাছ একটি প্রাণ’। বইয়ের পাতা বা ইন্টারনেটের স্লাইড সবজায়গাতেই লেখা উদ্ভিদ ঠিক কতটা উপকারী। আর এই সংকটকালে দাঁড়িয়ে তো হাড়ে-হাড়ে টের পাওয়া গেছে একটা গাছের প্রয়োজনীয়তা। তবে জানেন কি উদ্ভিদ কিন্তু ক্ষতিকারকও হতে পারে! হ্যাঁ ঠিকই। পার্থেনিয়াম গাছ নষ্ট করে দিতে পারে রাস্তা ঘাট, চাষের জমি, কমিয়ে ফেলতে পারে অন্যান্য গাছের ফলন অবধিও।
আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে ক্ষতিকারক এই পার্থেনিয়াম গাছ ধ্বংসের উদ্যোগ নিলো বালুরঘাটের চারটি স্বেচ্ছাসেবী সংগঠন। বালুরঘাট শহরের দিশারী সংকল্প, লক্ষ্য দ্য এইম, পথের দিশা ফাউন্ডেশন ও হেল্প উইংস এই চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ বালুরঘাট শহরের ব্রিজ এলাকায় পার্থেনিয়াম গাছ ধ্বংস করা হলো।
প্রতিবছরই বালুরঘাটের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মহাসমারোহে বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকে। সংকটের দিনে সম্পূর্ণ কোভিড বিধি মেনে এই চারটি সংগঠনের পক্ষ থেকে পালন করা হল বিশ্ব পরিবেশ দিবস।
ব্যুরো রিপোর্ট