Daily

বাজারে তাঁর মোটা টাকা ঋণ নেওয়া আছে। অন্যদিকে জমির মালিকদের লীজের টাকাও বাকি। ভেবেছিলেন মাছ চাষ করে সব দেনা মিটিয়ে নিরুপদ্রব জীবন কাটাবেন। তিনি দেগঙ্গা থানার অন্তর্গত সাতহাতিয়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম। আজ তাঁর জীবনের সমস্ত আশা, ভরসা অন্ধকারে।
প্রতি রাতেই ভেড়ির মাছ ধরতে আসেন এই মৎস্যচাষি মনিরুল। রবিবার গভীর রাতে এসে দেখতে পান, তাঁর ভেরির বড় বড় গলদা চিংড়ি, রুই, কাতলা সহ একাধিক মাছ মরে ভেসে আছে। যা থেকে তাঁর ধারণা কেউ বা কারা ভেড়ির জলে বিষ মিশিয়ে দিয়েছে।
ঘটনাটি কার্যত মনিরুলকে বিপদসীমার ধারে এনে দাঁড় করিয়ে দেয়। তিন বিঘা জমির ওপর মৎস্য চাষ করে যে মনিরুল ভেবেছিলেন এক সুস্থ উপার্জনের দিশা দেখেছিলেন, এই ঘটনার পর সেই মনিরুলের মাথায় হাত। সব মিলিয়ে ক্ষতি হয়েছে কয়েক লক্ষাধিক টাকা।
ইতিমধ্যে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মনিরুল। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত বা এর পিছনে কোন রাজনৈতিক কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা