Market

ভারতীয়দের ওপর শুরু হতে চলেছে 20VPnC নামে নিউমোনিয়ার সবথেকে আধুনিক টিকার ট্রায়াল। এই ট্রায়ালে যুক্ত হচ্ছে কলকাতাও।
এই নিউমোনিয়া হওয়ার পেছনে সবথেকে বড় যে শত্রুর ভূমিকা রয়েছে সেটি হল স্ট্রেপটোকক্কাস নিউমোনি। এর টিকা বাজারে পাওয়া যায় কিন্তু এই টিকা নিলে এই ভয়ঙ্কর ব্যাকটেরিয়ার মাত্র ১৩ টি স্ট্রেন থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং প্রয়োজন হয়ে পড়ে বুস্টার ডোজের। কিন্তু বাজারে 20VPnC নামে নতুন যে নিউমোনিয়ার ভ্যাকসিন আসছে সেটি ২০ টি স্ট্রেন থেকে সুরক্ষা দিতে সক্ষম এবং এর জন্য বুস্টার ডোজের কোন প্রয়োজন নেই, একবার একটি ডোজ নিলেই যথেষ্ট।
ইউএসএর মার্কেটে এই টিকা ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। এবার পালা ভারতের। এই ক্লিনিক্যাল ট্রায়ালের বেসরকারি তত্ত্বাবধায়ক সংস্থা ক্লিনিমেড এর তরফে জানানো হয়েছে যে সারা দেশের ১০ টি হাসপাতালে এই ট্রায়াল হবে, যার মধ্যে আছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও। এখানে প্রাপ্তবয়স্ক ৪০ জনের ওপর এই টিকার প্রয়োগ হবে। সব কিছু ঠিক থাকলে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমেই শুরু হয়ে যাবে এই ট্রায়াল। যেহেতু এই নিউমোনিয়ায় বয়স্কদেরই বেশি ঝুঁকি তাই তাদের ওপরই বেশি করে এই টিকা প্রয়োগ করা হবে এই ট্রায়ালে।
এই ভ্যাকসিন যে চিকিৎসাক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি তা বলার অপেক্ষা রাখে না। তবে চিকিৎসকদের আক্ষেপ হল এই নিউমনোকক্কাল ভ্যাকসিন নিয়ে জনসচেতনতা খুবই কম। এই সচেতনতা বাড়াতে হবে। তাদের মতে বয়স ৬০ বা ৬৫ পেরনোর আগেই এই টিকা নিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ