Market
কম খরচে নিজের একটা বাড়ি চাইছেন? অথবা কমার্শিয়াল প্রপার্টি? চিন্তা করবেন না। কারণ এই সুযোগ এখন দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নিলাম করতে চলেছে হাজার হাজার রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি।
পিএনবি তাদের অফিসিয়াল টুইটার মারফৎ জানিয়েছে, ১৫ই মে নিলাম করতে চলেছে ব্যাঙ্ক। যেখানে থাকছে ন্যায্য মূল্যের প্রপার্টি কেনার সুযোগ। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ১০,৮৮৩টি রেসিডেনসিয়াল প্রপার্টি সহ ২৪৪৭টি কমার্শিয়াল প্রপার্টি, ১২১৮টি ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি এবং ৭১টি এগ্রিকালচার প্রপার্টির নিলাম করা হবে। ই-নিলামির মাধ্যমে প্রপার্টি কিনতে চাইলে ব্যাঙ্কে গিয়ে ইচ্ছুক ক্রেতারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
প্রপার্টি কেনার পর মালিক টাকা শোধ করতে না পারলে ব্যাঙ্ক সেক্ষেত্রে বাড়ি, জমি মালিকের থেকে নিজেদের হাতে নিয়ে নেয়। তারপর প্রপার্টি নিলামে দিয়ে ব্যাঙ্ক সেই টাকা নিজেদের কোষাগারে ঢুকিয়ে নেয়। সেই একই পদ্ধতিতে ব্যাঙ্কের ডিফল্ট লিস্টে থাকা প্রপার্টিগুলোই বিক্রির জন্য নিলামে তুলছে পিএনবি।
ব্যুরো রিপোর্ট