Daily

এবার শীর্ষ ব্যাংক মারফত বড়সড় ধাক্কা খেল দেশের দুটো জনপ্রিয় ব্যাংক – পিএনবি এবং আইসিআইসিআই। খবর চাউর হতেই বেশ চিন্তায় পড়েছে এই দুটো ব্যাংকই। নিয়ম অমান্য করার অভিযোগে এই দুটি ব্যাংককে যথাক্রমে ১.৮ কোটি টাকা এবং ৩০ লক্ষ টাকার জরিমানা আরোপ করলো ভারতীয় রিসার্ভ ব্যাংক।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ না মেনে চলার কারণে পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিলো শীর্ষ ব্যাংক। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা নিয়ে জারি করা আরবিআই গাইডলাইন তারা মেনে চলেনি বলেই নোটিশ ধরানো হয় তাদের। অন্যদিকে ‘সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে পেনাল্টির নিয়ম’ চালু করার সময় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা কয়েকটি নির্দেশের অমান্য করায় এই জরিমানা আরোপ করা হয়েছে আইসিআইসিআই ব্যাংকের বিরুদ্ধে।
এর আগে শীর্ষ ব্যাংকের নিয়ম অমান্য করায় দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বিপুল অর্থ জরিমানা করেছিল রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
ব্যুরো রিপোর্ট