Daily
প্রতিমাসে বাড়তে থাকা ইলেক্ট্রিসিটি বিলের ঝক্কি? এবার এক নিমেষেই পান মুক্তি। সলিউশন সোলার। পিএম সূর্যঘর যোজনা। আজকের এই ভিডিও-তে আমরা দেখাবো, কীভাবে এই যোজনার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। আর পেয়ে যাবেন ৩০০ ইউনিট পর্যন্ত ইলেক্ট্রিসিটি একেবারে ফ্রি।
গ্রিন রেভোলিউশন আনতে পিএম মোদীর এই সূর্যঘর যোজনা নিঃসন্দেহে একটা মাস্টারস্ট্রোক। আর এই সংক্রান্ত একটা প্রতিবেদন আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি। যেখানে সোলার নিয়ে এবং পিএম সূর্যঘর যোজনা নিয়ে রয়েছে এক্সপার্টদের টিপস। সূর্যঘর যোজনা সংক্রান্ত যেকোনো প্রশ্নের সহজ সলিউশন পেতে উপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ভিডিও।
চলে আসা যাক আবেদন পদ্ধতিতে। প্রথমেই pmsuryaghar.gov.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তবে অবশ্যই যে কোনরকম ফ্রড বা স্ক্যাম থেকে বাঁচতে এই সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইট থেকে দূরে থাকবেন। নীচের ডেসক্রিপশন বক্সে রইলো সরকারী ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা সেখান থেকেও ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন করতে পারেন। ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে Apply for rooftop solar option-এ ক্লিক করতে হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে অবশ্যই এই পরিষেবা পেতে পারেন আপনিও। তবে আপনার নামে ইলেকট্রিক মিটার থাকতে হবে।
Apply for rooftop solar option-এ ক্লিক করার পর রেজিস্ট্রেশনের জন্য প্রথম পেজটি খুলে যাবে। সেখানে আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং কনজিউমারের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। যেখানে সাবসিডির টাকাটা আপনি পাবেন। এরপর প্রসিড বটনে ক্লিক করতে হবে। এই ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম সিলেক্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে WBSEDCL-এর নামই কেবল রয়েছে। তাহলে কি CESC-এলাকার মানুষজন এই সুবিধা পাবেন না?
একেবারেই তাই। এরপর প্রসিড বটনে ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হবে। যেখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। এবং ক্লিক টু সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনে এসএমএস মারফৎ একটা ওটিপি আসবে। সেই অটিপি-টি এখানে লিখতে হবে। ইমেল আইডি অপশনাল। চাইলে সেটা ইগনোর করতে পারেন। এরপর স্ক্রিনে যে ক্যাপচা আসবে, সেটা লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। Are you sure you want to submit option দেখা যাবে। সেখানে ওকে অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।
দেখা যাবে আপনার রেজিস্ট্রেশন প্রসেস্টি সম্পূর্ণ হয়েছে। এবার আপনাকে লগ ইন করতে হবে। কীভাবে করবেন? স্ক্রিনে দেখানো লগ ইন অপশনে ক্লিক করে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার এবং ক্যাপচাটা পুট করতে হবে। তারপর আপনার নির্দিষ্ট ফোন নাম্বারে ওটিপি আসবে। সেটা এখানে দিয়ে লগ ইন করতে হবে।
লগ ইন করার সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হবে যেখানে রুফটপ সোলারের জন্য আবেদন করুন লেখা দেখা যাবে। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এগিয়ে যান বা প্রসিড বটন রয়েছে। সেখানে ক্লিক করতে হবে। নেক্সট যে পেজটি ওপেন হবে সেখানে আপনার নাম, বাড়ির ঠিকানা, শহর, জেলা ইত্যাদি ডিটেলস দিতে হবে। নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন ক্যাটেগরি অপশন রয়েছে। মানে আপনি নিজের বাড়ির জন্য নাকি ওয়েলফেয়ার অ্যাসসিয়েশনের জন্য চাইছেন? সেটা সিলেক্ট করতে হবে। এখানেই প্রশ্ন, তাহলে কি কমার্শিয়াল ক্ষেত্রে এই প্রকল্প অ্যাপ্লিকেবল হবে না?
একেবারেই তাই। এইমুহূর্তে এটি শুধুমাত্র রেসিডেন্সিয়াল প্ল্যান হিসেবেই ধার্য করা হয়েছে। স্ক্রিনে দেখতে পাবেন রুফটপ সোলার ক্যালকুলেটর রয়েছে। যেখান থেকে আপনার বাড়ির জন্য কত কিলোওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট আদর্শ হবে, সেটা কিন্তু হিসেব করে নিতে পারবেন। স্যঙ্কশনড লোড অপশন থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। তবে বিভিন্ন পরিমাণ লোডের জন্য বিভিন্ন খরচ রয়েছে। এইবিষয়ে ডিটেলস আমরা অন্য একটা ভিডিও-তে জানিয়েছি। সেটা একবার দেখে নিতে পারেন। এরপর রয়েছে capacity of solar power plant মানে আগে থেকেই যদি একজিস্টিং সোলার পাওয়ার প্ল্যান্ট আপনার বাড়িতে কিছু ইন্সটল করা থাকে তার ক্যাপাসিটি দিউতে হবে। যদি না থাকে তাহলে এড়িয়ে যেতে পারেন। এরপর গুগল ম্যাপে পিন ধরে ধরে আপনার বাড়ির এরিয়াটা সিলেক্ট করতে হবে। এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী পেজে চলে আসবেন।
এখানে আপনার ইলেক্ট্রিক বিল আপলোড করতে হবে। বিগত ৬ মাসের মধ্যে যেকোনো একটি ইলেক্ট্রিক বিলের ছবি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে নিয়ে আপলোড করতে হবে। আপলোড করার পর ফাইনাল সাবমিশন বলে একটি অপশন আসবে। সেখানে ক্লিক করলে আপনার আবেদন প্রসেস কমপ্লিট হবে। ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর উপরের দিকে দেখবেন অনেকগুলো অপশন বাকী রয়ে যাচ্ছে। সেই প্রসেসগুলো কমপ্লিট হলেই কিন্তু আপনি আপনার বাড়িতে রুফটপ সোলার ইন্সটল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাড়িতে সেখানকার প্রতিনিধি ভেরিফিকেশনে আসতে পারেন অথবা আপনাকেও ডাকা হতে পার তাদের অফিসে।
কিন্তু প্রশ্ন হচ্ছে সাবসিডি-র কী হবে? কতইউনিটে কত সাবসিডি? সেটা কীভাবে পাবেন? কবে পাবেন? ইন্সটলেশনের আগে নাকি পরে? সেটা নিয়ে নেক্সট এপিসোডে আলোচনা করব বিস্তারিতভাবে। ততক্ষন পর্যন্ত চোখ রাখুন বিজনেস প্রাইম নিউজে। জীবন হোক অর্থবহ।