Trending
বিনামূল্যে মিলবে ইলেক্ট্রিসিটি। উল্টে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। মোদী সরকারের মাস্টারপ্ল্যানে বদলাতে চলেছে সাধারণ মানুষের জীবন। আপনিও কী এই সুবিধে পাবেন? কীভাবে আবেদন করবেন? জানতে হলে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।
প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে ফ্রি। চলবে ফ্যান, লাইট, এসি সম্পূর্ণ বিনামূল্যে। ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেবেন মোদী সরকার। প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ হয়েছে ৭৫ হাজার কোটি টাকা। তাহলে কী মোদী ম্যাজিকে সৌর-বিদ্যুতের হাত ধরেই আসছে আচ্ছে দিন?
লোকসভা নির্বাচনের আগে চলছে হরির লুট। কেন্দ্র বলুন বা রাজ্য- দুইই কল্পতরু। আর সেই কথা মাথায় রেখেই আরও এক তুরুপের তাস ব্যবহার করে ফেললেন মোদী সরকার। আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। নিজের এক্স হ্যান্ডেল থেকে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী স্বয়ং। কি জানিয়েছেন তিনি? দেখে নিন।
এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি জানিয়েছেন, শুরুতে দেশের এক কোটি পরিবারকে এই প্রকল্পের সুবিধে দেওয়া হবে। বদলে শুধু বাড়ির ছাদে প্যানেল বসানোর অনুমতি দিতে হবে গ্রাহককে। আর একবার সেই অনুমতি দিলে ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাবেন গ্রাহক। গরীব এবং মধ্যবিত্তের আয় বৃদ্ধিতে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে মত কেন্দ্রের। তাহলে এই সুবিধা পেতে আপনাকে কীভাবে আবেদন করতে হবে?
প্রধানমন্ত্রীর এই নয়া স্কিমের জন্য নির্দিষ্ট পোর্টাল তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। দিতে হবে পার্সোনাল এবং ব্যাঙ্ক ডিটেলস। এরপর হবে বাছাই প্রক্রিয়া। সেখানে আপনার নাম শর্টলিস্টেড হলে ফ্রি বিদ্যুৎ পরিষেবা পেতে পারেন আপনিও। এর পাশাপাশি, সোলার বিদ্যুতের কোম্পানিগুলোকে সরকারীভাবে এনলিস্ট করার জন্যেও আলাদাভাবে পোর্টাল ওপেন করেছেন মোদী সরকার। কীভাবে কর্মসংস্থান তৈরি করবে এই সৌরবিদ্যুৎ প্রকল্প? সাধারণ মান্সুহের আয়ই বা বাড়াবে কীভাবে?
সোলার প্যানেল বসানোর খরচা ৪৫ থেকে ৮০ হাজার টাকা। এর একটা অংশ ভর্তুকি হিসেবে দেবে কেন্দ্র। সরকার জানিয়েছে যে, এক কোটি বাড়িতে সোলারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা চালু হলে, আগামী এক হাজার বছরের জন্য কয়লার সরবরাহ নিয়ে নিশ্চিন্ত থাকবে ভারত। সৌরবিদ্যুৎ ব্যবহারের দৌড়ে এগিয়ে চিন, আর তারপরেই রয়েছে আমেরিকা। পাঁচ নম্বরে রয়েছে ভারত।
সোলার প্যানেল তৈরির নিরিখেও এগিয়ে চিন। তবে ভারত সরকারের এই মাস্টার প্ল্যানের দৌলতে দেশে বেড়েছে সোলার প্যানেল তৈরির কাজ। বেড়েছে কর্মসংস্থান। এখন ভারত থেকেই ২৫টি দেশে সোলার প্যানেল রপ্তানি করা হচ্ছে। কাজেই আগামীদিণে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে, বাড়বে কর্মসংস্থানও- এই বিষয়টা নিশ্চিত।
অন্যদিকে, এখন ইলেক্ট্রিসিটিতে ইউনিট প্রতি আমাদের খরচ করতে হয় ৬.৫০ থেকে ৭ টাকা। আর সৌরবিদ্যুতের জন্য খরচ কত? মাত্র ৪ টাকা প্রতি ইউনিট। সুতরাং খরচ কমলে পকেটে যে চাপ কমবে- সেটাও বলা যায়। কার্বনশূন্য পৃথিবী গড়ার লক্ষ্যে বদ্ধপরিকর গোটা বিশ্ব। ভারতই বা পিছিয়ে থাকে কেন? আর তাই শুরুতে ফ্রি স্কিম। সত্যিই ফ্রি?
১ টাকা ভর্তুকিতে সিকিপয়সার হিসেব বুঝে নেন মোদী সরকার। সেখানে ফ্রি-তে পরিষেবা দিচ্ছেন মোদী?- প্রশ্ন বিরোধীদের। তবে, দূষণ রুখতে এবং খরচ বাঁচাতে গ্রিন এনার্জির পথে ভারতের এই স্টেপ এবং মোদী সরকারের এই মাস্টারপ্ল্যান যে নিঃসন্দেহে একটা দারুন স্টেপ- সেকথা স্বীকার করেছেন অনেকেই। এখন গরীব এবং মধ্যবিত্তের আচ্ছে দিন আনতে কতটা কার্যকর হয় মোদীর এই নতুন ম্যাজিক- সেটাই দেখার।
দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।