Daily
বিজেপির হাওয়া কি এবারে কম বহিতেছে? কানাঘুষো শোনা যাচ্ছে কতকটা তাই। দেশ জুড়ে বিজেপি যেভাবে ৪০০ পারের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন কিছুটা হলেই অধরা থেকে যাবে। আর তাই কি মরিয়া চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই আবহেই কি তাই মোদীর প্রচেষ্টা এখন রাজনীতি মঞ্চ থেকে সটান দেখা গেল একেবারে রান্নাঘরে? বিহারে এসেছিলেন জনসভা করতে। আর এখানে এসেই পাটনা সাহিব গুরুদ্বারে। নিজের হাতে রুটি বেললেন, রান্না করলেন তারপর দিনের শেষে সেই খাবার নিজের হাতে সার্ভ করলেন। এই গোটা কর্মকাণ্ড ধরা পড়ল ক্যামেরায়। লঙ্গরখানায় আসা ভক্তদের মাঝে মোদীর এই রূপ দেখে কার্যত অবাক অনেকেই। আবার একইসঙ্গে উচ্ছ্বাস ধরাও পড়ল তাঁদের মধ্যে। মোদীর এই রূপ ক্যামেরাবন্দি হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও। এটাও মোদী ম্যাজিক কিনা সেটা সময় বলবে তবে আপাতত ভিডিওটাই দেখে নিন আমাদের সঙ্গে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ