Trending
ভারতীয় ব্যবসায়ীদের জন্য খুলে গেল নতুন দরজা। এবার দরাজে ব্যবসা বৃদ্ধির সুযোগ তৈরি হল ভারতীয় ব্যবসায়ীদের। ইউরোপ, আফ্রিকা, আমেরিকায় এখন ভারতীয় ব্যবসা আরও ছড়িয়ে পড়বে। সঙ্গে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ড্রাগন মার্ট- যা আসলে চিনের ব্রেন চাইল্ড। এবার সেই একই পথে হাঁটল ভারত। কারণ ভারতীয় ব্যবসায়ীদের বিশ্ব বাজারে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাই সংযুক্ত আরব আমিরশাহিতে খুলতে চলেছে ভারত মার্ট। কী এই ভারত মার্ট, বলব সেটাই ছোট্ট করে।
ভারত আমদানি নির্ভর দেশ হিসেবে থাকতে চায় না। বরং রফতানি নির্ভর দেশ হবার লক্ষ্যে ছুট দিয়েছে। আর রফতানি নির্ভর হতে গেলে ভারতকে জোর দিতে হবে নিজের তৈরি পণ্যে। এবার পণ্য না-হয় তৈরি হল, সেই পণ্যকে বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জন্য এগিয়ে আসা প্রয়োজন সরকারের। মোদী গভর্নমেন্ট সেই কাজটা করে ফেলল সুচারুভাবে। ভারত-ইউএই যেভাবে ব্যবসায়িক ক্ষেত্রে বা বলা ভালো অর্থনীতির ক্ষেত্রে একে অপরের প্রতি লং টার্ম রিলেশনশিপে ভরসা রাখছে, তারপর যে কোন দেশই ভিরমি খেটে পারে। সেই রাস্তাটাই আরও অনেকটা মসৃণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার উদ্বোধন করে দিলেন ভারত মার্টের। কী করবে এই ভারত মার্ট?
বিশ্ব মানচিত্রে নিজেদের দাপট বজায় রাখার জন্য এটাই হতে চলেছে ভারতীয় ব্যবসায়ীদের অন্যতম সেরা প্ল্যাটফর্ম। এখানে ভারতীয় ব্যবসায়ীরা নিজেদের তৈরি সামগ্রী নিয়ে আসবেন এবং প্রচার করবেন। আর যত বেশি প্রচার, তত বেশি প্রসার। একটু আধটু জায়গার ওপর নয়। ভারত মার্ট তৈরি করা হচ্ছে ১ লক্ষ বর্গ কিমি জায়গা জুড়ে। এখানেই ভারতীয় ব্যবসায়ীরা নিজেদের তৈরি পণ্য নিয়ে এসে বিক্রি করতে পারবেন। ফলে দেশীয় ব্যবসার প্রসার যেমন ঘটবে তেমনই সমৃদ্ধ হবে বৈদেশিক মুদ্রার ভাঁড়ার। মনে করা হচ্ছে, এই সুবিশাল এলাকাটি যা ভারত মার্ট নাম নিয়ে সকলের সামনে আসবে, সেটা হয়ে উঠবে ভারতীয় ব্যবসায়ীদের অন্যতম প্রধান ঘাঁটি। ফলে দিনের শেষে উপকৃত হবেন আমাদের ব্যবসায়ীরা। রফতানি বৃদ্ধি পেলে আল্টিমেটলি লাভবান হবে কে? অবশ্যই ভারত।
তবে হ্যাঁ। এখনই ভারত মার্ট চালু হবে না। এই প্রকল্পের কাজ পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে ২০২৫ সালের মধ্যে। তারপর ভারতীয় ব্যবসায়ীদের বিশ্বের সঙ্গে বেচাকেনার এক প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠবে ভারত মার্ট। তারই সূচনা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি এই প্রোজেক্ট-টা নিয়ে কত আশাবাদী জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ।