Trending
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবসায়িক বুদ্ধিকে কুর্নিশ জানাতেই হয়
তাঁর বুদ্ধির জেরেই দুবার চাঁদে পাঠানোর খরচ এখন কেন্দ্রের হাতে
শুনলে অবাক হবেন, আবার ঘোর মোদীবিরোধী মানুষও তারিফ না করে পারবেন না
এখন ইসরো মনে করলে দুটো চন্দ্রযান পাঠাতে পারবে, কিভাবে?
তাহলে সরকারি পরিসংখ্যানের কথা তুলে ধরতে হবে আপনাদের কাছে
২০২১ সালের অক্টোবর মাসে সরকারি দফতরের পুরনো জিনিস বিক্রি করে কেন্দ্র
সরকারি ফাইল, পুরনো সব নানাবিধ সরকারি জিনিস বছর বছর শুধু জমেছিল
অকারণে সরকারি জায়গা দখল হয়েছিল এসব পুরনো জিনিস জমে থাকার কারণে
তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে দুর্দান্ত একটা উদ্যোগ নেওয়া হয়
দায়িত্ব বর্তায় প্রশাসনিক সংস্কার এবং জন অভিযোগ দপ্তরে
সময় নষ্ট না করে সেই মতন জায়গা ফাঁকা করার কাজ শুরু করা হয়
একেবারে ফেলে দেওয়া হয় জমে থাকা ৯৬ লক্ষ ফাইল
বর্তমানে নাকি জায়গা ফাঁকা হয়েছে প্রায় ৩৫৫ লক্ষ বর্গফুট
সেই সকল জায়গা সরকারের অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে
আর পুরনো জিনিস বিক্রি করে কেন্দ্রের আয় কত হয়েছে জানেন?
২০২১ সাল থেকে বিক্রি করা জিনিস থেকে কেন্দ্রের আয় ১ হাজার ১৬৩ কোটি টাকা
তাহলে ভেবে দেখুন একবার, একে তুখোড় ব্যবসায়িক বুদ্ধি বলবেন কিনা?
রাশিয়া বা নাসা যেখানে চাঁদে মহাকাশযান পাঠাতে জলের মত টাকা খরচ করে
সেখানে ইসরো চন্দ্রযান ৩ পাঠায় মাত্র ৬০০ কোটি টাকা খরচ করে
তুখোড় কিছু হলিউড ফিল্মের বাজেট যেখানে এই টাকার আশেপাশে ঘোরাফেরা করে
সবথেকে বেশি পুরনো ফাইল বিক্রি করা হয়েছে বিদেশ মন্ত্রক থেকে
৩ লক্ষ ৯০ হাজার ফাইল বিক্রি করে বিদেশ মন্ত্রক, পিছনেই রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক
শুধু ফাইল আর জিনিসপত্র বিক্রি করে কেন্দ্রের আয় দাঁড়িয়েছে ৫৫৬ কোটি টাকা
রেল মন্ত্রক আয় করেছে একা ২২৫ কোটি টাকা মতন
প্রতিরক্ষা মন্ত্রক আয় করেছে ১৬৮ কোটি টাকা মতন
এছাড়া রয়েছে কয়লা মন্ত্রক, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
সরকারি দফতর পরিচ্ছন্ন রাখার উদ্দ্যেশ্যে শুরু হয়ে গিয়েছে স্বচ্ছতা অভিযান
আর এই গোটা বিষয়টা মোদীর মগজাস্ত্র বললে ভুল বলা হবে না
এই আয়ের ওপর ভরসা রেখে ইসরো দু’বার চাঁদে পাঠানোর টাকা তুলে ফেলবে কিনা বলুন?
মতামত শেয়ার করুন কমেন্ট বক্সে। সঙ্গে লাইক, শেয়ার মাস্ট। আর ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ