Daily

‘দামে কম, মানে ভালো’ -র এবার সম্ভাব্য ট্রেন্ডিং ট্যাগলাইন হতে চলেছে ‘কাজে কম,বেতনে বেশি’। কেন্দ্রীয় সরকারি চাকুরীজীবিদের জন্য সুখবর। সুখবর নিয়ে আসতে চলেছে মোদি সরকার।
বেতন থাকবে একই কিন্তু বাড়বে earned leave এর দিন। লেবর ইউনিয়নের তরফে পিএফ ও Earned Leave-র বাড়ানোর দাবি জানানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে। সব কিছু বিবেচনা করে, এবার সেই বিষয়েই সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। Earned leave এর পরিমান ২৪০ থেকে বেড়ে হতে পারে ৩৪০। নতুন নিয়ম সংক্রান্ত বিল বিশের সেপ্টেম্বরে পাস করে গেল লাগু করা হয় নি এখনো। এখন অতি সত্বর যাতে সেই নিয়ম চালু করা যায়, সেই ভাবনাচিন্তাই করছে কেন্দ্র।
নতুন লেবার কোডের নিয়ম বদল আনতে চলেছে বেতন পরিকাঠামোর। এই নিয়ম বলছে, বেসিক স্যালারি, মত বেতনের ৫০% হওয়া প্রয়োজন। বেসিক স্যালারি বাড়লে, ইন হ্যান্ড বেতনের পরিমান কমলেও বাড়বে পিএফ ও গ্র্যাচিউটির পরিমান। পাশাপাশি বাড়তে পারে ওয়ার্কিং আওয়ার। বেড়ে হতে পারে ১২ ঘন্টা। তবে সপ্তাহে ৪৮ ঘন্টা ওয়ার্কিং আওয়ার এর মেয়াদ বজায় রাখতে কমতে পারে ওয়ার্কিং ডে-র সংখ্যাও।
ব্যুরো রিপোর্ট