Daily
বেকারত্ব ঘোচাতে এবার বড় নির্দেশ এলো প্রধানমন্ত্রীর অফিস থেকেই। জানানো হয়েছে, আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে হবে। কেন্দ্রীয় সরকারি দফতরগুলি থেকে এমনই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে মোদী সরকারের নজরে রয়েছে ‘মিশন মোড’। কিভাবে বা কোন কোন সরকারি দফতরে নিয়োগ করা যেতে পারে, সেটা খতিয়ে দেখেই কর্মসংস্থানের সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, নির্বাচিত হওয়ার পর থেকে বেকারত্বকে ঘোচাতে ২ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার। কিন্তু চাকরির বেহাল দশা দেখে কার্যত কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলগুলোর তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় মোদী সরকারকে। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নির্দেশ কিছুটা হলেও বিরোধীদের মুখে কুলুপ এঁটে দিতে সাহায্য করবে। তবে, ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান আদৌ হবে কিনা সেটা নিয়ে এখনই সমালোচনা করতে শুরু করে দিয়েছে বিরোধী দলগুলো।