Daily
বি পি এন ডেস্ক: বাজার কাঁপানো গুগল প্লে স্টোরকে জোর টক্কর দিতে লঞ্চ হল ভারতের নিজস্ব ‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’। যা প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্বপ্নকে আরও কয়েক ধাপ এগিয়ে দিল বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবিশংকর প্রসাদ।
গুগল হোক বা অ্যাপল- অ্যাপ স্টোর থেকে ডাউনলোড সবচেয়ে বেশি করেন ভারতীয়রাই। যার মধ্যে একমাত্র গুগল প্লে স্টোর থেকে প্রায় ৫০% অ্যাপ্লিকেশন ব্যবহার করেন দেশের আমজনতা। এতদিন দেশের নিজস্ব কোন অ্যাপ স্টোর না থাকায় ভারতীয় অ্যাপ ডেভেলপারদের বিদেশি অ্যাপ স্টোরগুলির ওপর নির্ভর করতে হত। তাই বেশ কয়েক বছর ধরেই দেশের নিজস্ব একটি অ্যাপ স্টোরের ভাবনাচিন্তায় ছিল কেন্দ্র। সেই অভাব পূরণ করতেই মোদীর ডিজিটাল ইন্ডিয়া নতুন উপহার দিল দেশের বিভিন্ন অ্যাপ ডেভেলপারদের। যেখানে দেশের অ্যাপ ডেভেলপাররা সুযোগ পাবেন দেশীয় প্ল্যাটফর্মেই নিজেদের প্রমাণ করার। ইতিমধ্যেই ৯৬৫টি মোবাইল অ্যাপ্লিকেশন এসে গেছে মোবাইল সেবা অ্যাপ স্টোরে। যেখানে অ্যাপ ব্যবহারকারীরা নিজেদের পছন্দমত অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
টেক বিশেষজ্ঞদের ধারণা, দেশের নিজস্ব একটি অ্যাপ স্টোর আসার ফলে ভারতীয় অ্যাপ ডেভেলপারদের আর বিদেশি অ্যাপ স্টোরগুলোর ওপর নির্ভরশীল থাকতে হবে না। বরং তীব্র প্রতিযোগিতার মুখে ফেলতে পারে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরের মত জনপ্রিয় অ্যাপ স্টোরগুলোকে।