Story
বি পি এন ডেস্ক : ষাটের দশকের শেষের দিকে ইন্দিরা গান্ধীর হাত ধরে ভারতে সবুজ বিপ্লবের ফল এখনও দেখছে ভারতবাসী। দেশ আজ স্বনির্ভর হয়েছে খাদ্য উৎপাদনে। অনাহারের মত ঘটনা এখন ভারতের বুকে বিচ্ছিন্ন শুধু নয় ব্যতিক্রমীও বটে। ষাট থেকে একুশ। সময়ের সাথে বদলেছে জীবন। বদলেছে জীবনের গতিধারা। পরিবর্তনের জীবনে প্রযুক্তির সবুজ বিপ্লবকে রঙিন বিপ্লবে পরিণত করতে বদ্ধপরিকর একদল কৃষক। নইলে ঝুঁকতে হবে অন্যজীবনে। ছেড়ে দিতে হবে বাপ দাদার আমলের এই পেশাকে। শুধু ফসলের বিপ্লবে এখন যে খাজনার চাইতে বাজনা বেশি হয়ে যাচ্ছে। ভোলানাথ পাল, তপন পালদের মত চাষিদের। বিকল্প পদ্ধতিতে ধান চাষে শুরু হয়েছে নতুন বিপ্লব। পশ্চিমবঙ্গে। কৃষি দপ্তরের কারিগরি সহযোগিতায়। উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর গাইঘাটা ব্লক জুড়ে। হালের বলদ, কাদামাখা কৃষি শ্রমিকের ছবিটাই আজ উধাও বিঘের পর বিঘে থেকে। পরিবর্তে সেখানে জুড়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বেড়েছে লাভ। বেড়েছে চাষে উৎসাহ। এই ব্লকের দুশোদশ বিঘা জমিতে প্লাস্টিকের ট্রেতে ধানের চারা তুলে কৃষক এখন ঘরে তুলছে সোনালি ফসলের সোনালি দাম। বাড়ির মহিলারা কাজের অপসরে মাঠে জলে রোদে না পুড়ে বরং বাড়ির উঠোনে বসে পাচ্ছেন রোজগারের আনন্দ। প্রচলিত প্রথায় ধানের চাষ আর লাভজনক হচ্ছে না কৃষকদের কাছে। শ্রমিকদের খরচ, প্রাণীদের খরচ আর সার সহ যাবতীয় খরচ যোগ করলে উৎপাদন ব্যয় যেখানে গিয়ে দাঁড়ায় তা থেকে আর যাই হোক লাভের মুখ দেখে না কৃষকরা। একরকম তারা বাধ্য হয় অন্য চাষের দিকে যেতে। পরিসংখ্যানও সেদিকে ইঙ্গিত করছে। আসুন দেখে নেওয়া যাক প্রচলিত পদ্ধতিতে ধান চাষের বছর ভিত্তিক খতিয়ান- মানুষ ও পশুর মজুরি ধরে এক বিঘা জমিতে চাষের খরচ প্রচলিত পদ্ধতিতে ধান চাষের বছর ভিত্তিক খতিয়ান- সাল খরচ ২০১৫ ১৬৪০.৮০ টাকা/ প্রতি বিঘা ২০১৬ ১৭৭৮.৪০ টাকা/ প্রতি বিঘা ১৯৯৭-২০১৬ ২০৩৯.১৯ টাকা/ প্রতি বিঘা এর মধ্যে ২০০৩ সালে রেকর্ড খরচ ৩১৫৫.৯০ টাকা/ প্রতি বিঘা এর মধ্যে ১৯৯৭ সালে সবচাইতে কম ১২৭৬.৩৯ টাকা/ প্রতি বিঘা অনেক সময়ই সরকারের বেঁধে দেওয়া ন্যুনতম সহায়ক মূল্যের চেয়ে উৎপাদন ব্যয় বেশি হয় চাষির। তখন চাষির সামনে দেনার জলে ডোবা ছাড়া অন্য কোন পথ খোলা থাকে না।