Daily
বাংলার পর এবার দিল্লি। ২০২১ এর পর ২০২৪। মোদি বিরোধী মঞ্চ তৈরির কাজ শুরু করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। নজর একটাই। অপারেশন মোদি আউট। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তামিলনাড়ুতে স্ট্যালিনকে বিপুলভাবে ক্ষমতায় বসিয়ে নতুন উদ্যমে মোদি বিরোধী লড়াইয়ে গুটি সাজানোর কাজে হাত দিলেন একসময় নীতিশজির দলের প্রাক্তন সহ সভাপতি প্রশান্ত কিশোর।
গতকাল এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে কংগ্রেসকে বাদ দিয়ে আপ, তৃণমূল, সমাজবাদী পার্টি, লোক জনশক্তি সহ বেশকিছু দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার মিটিংয়ে বসালেন। যদিও মিটিংয়ে তৃতীয় ফ্রন্ট বা ফেডারেল ফন্ট নামে কোন কিছুই ঘোষণা করা হয়নি। পাওয়ার ছাড়াও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ, তৃণমূলের যশবন্ত সিনহা সহ বেশ কিছু নেতাদের সঙ্গে হাজির ছিলেন বামেদের পক্ষে সিপিএম নেতা নীলোৎপল বসুও।
সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে বাদ দেওয়ার কথা সরাসরি না বললেও এক্ষেত্রে কংগ্রেসকে যে নেতৃত্বের পরিবর্তে সহযোগী হিসেবে শরিকরা দেখতে চায় সেকথাও প্রকাশ পেয়েছে উপস্থিত নেতাদের মুখ থেকে অবশ্যই গোপনীয়তার শর্তে।
ঘনিষ্ঠ মহলে প্রশান্ত কিশোর দাবি করেছেন, তৃতীয় বা চতুর্থ যে ফ্রন্টের নামে এই জোট হোক না কেন তা কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইতে এখনো অতটা মজবুত নয় অন্তত সর্বভারতীয় ক্ষেত্রে। প্রশান্ত কিশোর চান, এমন একটা ফ্রন্ট তৈরি হোক যা ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে ওয়ান ইস্টু ওয়ান ফর্মুলায় লড়তে সক্ষম হবে।
বাংলায় ও তামিলনাড়ুতে এবার বিধানসভা ভোট হয়েছিল মোদি বনাম মমতা বা স্ট্যালিনের মধ্যে।
এই দুই রাজ্যে বিজেপি তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে ছিল ক্ষমতা দখলের জন্য। আর এই দুই রাজ্যেই বিজেপির শোচনীয় পরাজয়কে কার্যত মোদির পরাজয় বলেই তুলে ধরতে চাইছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। দুই রাজ্যের এই হাওয়াকে আগামী দিনে কিভাবে ভারতের হাওয়ায় পরিণত করতে পারবেন প্রশান্ত কিশোর তার উপরই নির্ভর করবে ভোট কুশলীর মিশন ২০২৪ সাফল্যের মুখ দেখবে কিনা?
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ