Daily

ইস্তফা দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সরে দাঁড়ানোর জন্য চিঠি পাঠালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের কাছে। জানিয়ে দিলেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি অব্যাহতি চাইছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইস্তফা দেওয়ার পর পিকের পরবর্তী পরিকল্পনা কী হবে? যদিও সেই বিষয়ে এখনও জানা যায়নি কিছুই।
উল্লেখ্য, গত মার্চ মাসেই প্রশান্ত কিশোরকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ নিজের প্রধান উপদেষ্টার পদে নিয়োগ করেন। যে কারণে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কী এমন ঘটল যে প্রশান্ত কিশোরকে উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিতে হল? এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে বড়সড় ভূমিকা নিয়েছিলেন পিকে। তারপরেই অবশ্য এই কাজ থেকে কার্যত সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু দেখা গেল, পিকে গত মাসেই মিটিং সেরে এসেছেন রাহুল গান্ধীর সঙ্গে।
রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি এবার পিকে কংগ্রেসে যোগ দিতে চলেছেন? এই বিষয়ে তিনি যেমন কিছু জানান নি, তেমনই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছ থেকেও পিকের যোগদান নিয়ে কোনরকম মন্তব্য প্রকাশ করা হয়নি।
ব্যুরো রিপোর্ট