Daily

মোবাইল হোক কিংবা ল্যাপটপ, বা ধরুন আপনার ডেস্কটপ – সার্চ ইঞ্জিন গুগলে গেলেই দেখা যাচ্ছে পিৎজার ছবি। আবার ওই পিৎজার ডুডলের প্লে বাটনে ক্লিক করলেই খেলা যাচ্ছে পিৎজা সংক্রান্ত মজার মজার গেম। মজাদার এই গেম ইতিমধ্যেই খেলে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। নিশ্চই প্রশ্ন জাগছে যে এমনটা কেনো?
ব্যবহারকারীদের এই প্রশ্নের উত্তর দিতে মুখ খুলেছে স্বয়ং গুগল। জানিয়েছে এর উত্তর। কি জানিয়েছেন তারা? গুগলের বক্তব্যে জানা গিয়েছে, আজ থেকে ঠিক ১৪ বছর আগে অর্থাৎ ২০০৭ সাল নাগাদ এই আজকের দিনেই নেপলসে ইউনেসকোর পক্ষ থেকে ‘ দ্য কুলিনারি আর্ট অফ নেপোলিটান ‘পিত্জাউলো’-র শুভ সূচনা হয়।
চারটি ধাপে পিত্জা তৈরির ডো গুলোকে কাঠের উনুনে বেক করে তৈরি হত সুস্বাদু পিৎজা। পিত্জা তৈরির এই পদ্ধতিই এখনও সারা বিশ্বে বেশ জনপ্রিয়। আর তাই আজকের এই দিনটি হৈহৈ করে সেলিব্রেট করছে গুগল ডুডল।
ব্যুরো রিপোর্ট