Market
টুইটারের সঙ্গে ভারতের সংঘাত নতুন কিছু নয়। এবার সেই সংঘাতের চাকা গড়িয়ে গেল একেবারে ই-কমার্স সাইট পর্যন্ত। জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্টকেই নাম না করে একহাত নিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তাঁর দাবি, এই ই-কমার্স সংস্থাগুলোর জন্যই রীতিমত মার খাচ্ছে দেশের আভ্যন্তরীণ ছোট, মাঝারি ব্যবসাগুলি। তার অন্যতম প্রধান কারণ, ই-কমার্স সংস্থাগুলি এত কম দামে পণ্য বিক্রি করছে যে তার সঙ্গে পেরে উঠছে না দেশের ছোট, মাঝারি ব্যবসায়ীরা।
কেন্দ্রীয় মন্ত্রী নাম না করে যে ই-কমার্স সংস্থাগুলির দিকে আঙুল তোলেন, তা যে কার্যত অ্যামাজন এবং ফ্লিপকার্টকেই নিশানা করেছেন তিনি তা কতকটা স্পষ্ট। তাঁর বক্তব্য ভারতে একাধিক ই-কমার্স সাইট ব্যবসা করছে ঠিকই কিন্তু তারা দেশের আইনকে অবজ্ঞা করছে।
অ্যামাজন এবং ওয়ালমার্ট অধিকৃত ফ্লিপকার্টের ব্যবসায়িক নীতি নিয়ে তদন্তের দাবি উঠেছে। বিষয়টি বর্তমানে রয়েছে আদালতে। এরইমধ্যে একদিকে যখন ব্যবসায়ী নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে ব্যবসায়ী সংগঠনগুলি ঠিক তখনই বিদেশি ই-কমার্স সংস্থাগুলির প্রতি ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালকে।
ব্যুরো রিপোর্ট