Daily

মুখ্যমন্ত্রী আলাপন প্রসঙ্গ এড়িয়ে গেলেও কেন্দ্র-রাজ্য সংঘাতটা এখনও মেটেনি। চোরা স্রোতের মত শাসক-বিরোধীর তরজায় সরগরম রাজ্য রাজনীতি। এবার আইএএস এবং আইপিএসদের বদলি নিয়ে জনস্বার্থ মামলা করে বসলেন এক আইনজীবী। নাম- আবু সোহেল।
তিনি অভিযোগ করেছেন, আইনে বদলির নির্দিষ্ট নিয়ম কিছু আছেই। কিন্তু সেই নিয়ম না মেনেই রাজ্য থেকে বদলি করার কথা বলছে কেন্দ্র। তাঁর কথাতেও উঠে এসেছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বদলির প্রসঙ্গ। তিনি বলেছেন, যেভাবে আলাপনকে বদলির নির্দেশ দিয়েছে কেন্দ্র তা সম্পূর্ণ বেআইনি।
উল্লেখ্য, এই একই সুরে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি বলেছিলেন, আইএএস ক্যাডার রুলের ৬(১) ধারা মানে নি কেন্দ্র। তাছাড়া কেন্দ্র যখন কোন অফিসারকে ডেপুটেশন দেয় তখন রাজ্যের সম্মতি সবসময় প্রয়োজন হয়। যেখানে কেন্দ্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির ক্ষেত্রে রাজ্যের কাছ থেকে কোন মতামত চাওয়ার প্রয়োজন মনে করেনি।
ব্যুরো রিপোর্ট