Market

নোট জাল হওয়া নিয়ে ছড়াল চাঞ্চল্য। জাল হচ্ছে ৫০০ টাকার নোট। প্রেস ব্যুরো অফ ইন্ডিয়ার সাম্প্রতিক একটি টুইট ঘিরে শুরু হয়ে গেল বিতর্ক। আর সেই বিতর্ক ধামাচাপা দিতে আসরে নামতে হল পিআইবিকে। আর এই যাবতীয় বিভ্রান্তির সূত্রপাত কয়েকদিন আগে।
পিআইবির একটি টুইট ভাইরাল হয় যেখানে বলা হয় ৫০০ টাকার নোট জাল করা হচ্ছে। সঙ্গে দেওয়া হয় জাল নোট চিনে নেবার একটি সতর্কবার্তা। যেখানে বলা হয়, যে সকল নোটে সবুজ রঙের ফিতে মহাত্মা গান্ধীর ছবির কাছে রয়েছে, সেই সকল নোট আসলে ভুয়ো। এমনকি জানানো হয়, একমাত্র সেই সকল নোটই কার্যকরী হবে যেখানে ঐ চিহ্ন আরবিআই এর গভর্নরের কাছে রয়েছে। এদিকে আচমকা এই টুইট ভাইরাল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এরপরেই মানুষের মনের ধোঁয়াশা কাটিয়ে দিতে আসরে নামে পিআইবি। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই টুইটটি আসলে ভুয়ো। এমন কোন নির্দেশিকা আরবিআইয়ের তরফ থেকে আসেনি। তাই ৫০০ টাকার নোট একেবারেই বৈধ। যদিও সরকারি সংস্থার তরফ থেকে কেন এমন ভুয়ো খবর ছড়াল, তার কোন ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি।
ব্যুরো রিপোর্ট