Trending

পেগাসাসের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগে সরগরম দেশের রাজনীতি। বাদল অধিবেশনের শুরুতেই দেশের নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী এমনকি বিচারপতিদের ফোন ট্যাপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু কী এই প্রোজেক্ট পেগাসাস?
২০১৯ সালে বিশ্বের ১৬টি সংবাদমাধ্যম দাবি করে পেগাসাস বলে একটি সফটওয়্যার আড়ি পাতছে প্রত্যেকের ফোনে। যার দরুন শুরু হয় এই প্রোজেক্ট পেগেসাস তদন্ত। রবিবার সেই তদন্তের কিছুটা সামনে আসায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ভারত সহ গোটা বিশ্বে। জানা গিয়েছে, এই সফটওয়্যারটি মোদি মন্ত্রীসভার বেশ কিছু মন্ত্রী সহ আরএসএসের কিছু তাবড় নেতাদের ফোন ট্যাপ করেছে এই পেগাসাস। সঙ্গে সাংবাদিক, বিরোধী নেতা-নেত্রী এমনকি ব্যবসায়ীদের ফোনেও আড়ি পেতেছে এই সফটওয়্যার।
পেগাসাস হচ্ছে ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি একটি সফটওয়্যার। যার মাধ্যমে ফোনে আড়ি পাতা থেকে ফোন হ্যাক সবই সম্ভব। বলা হচ্ছে, এই সফটওয়্যারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে ফোন- সমস্ত ডেটা নিঃশব্দে চলে যায় হ্যাকারের কাছে। সবচেয়ে বড় কথা এই বিষয়ে ব্যবহারকারী কিছুই জানতে পারেন না। মূলত ফোনে একটি লিঙ্ক চলে আসে প্রাথমিকভাবে। আর লিঙ্কে ক্লিক করলেই অজান্তে ডাউনলোড হয়ে যায় এই সফটওয়্যার।
এদিকে ইজরায়েলি সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এই সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং এই সফটওয়্যার বিক্রি করা হয়েছে সরকার, নিরাপত্তা সংস্থা, এমনকি গোয়েন্দা সংস্থাকেও। অন্যদিকে কেন্দ্র সাফ জানিয়েছে, আড়ি পাতার খবর একেবারেই ভিত্তিহীন। কেন্দ্রের নজরদারি এড়িয়ে এইভাবে পেগাসাসের আক্রমণ কখনই সম্ভব নয়।
ব্যুরো রিপোর্ট