Trending

থার্মোমিটারের কাজ করবে ফোন। জানিয়ে দেবে শরীরের তাপমাত্রা। এমনই অভিনব ফিচার নিয়ে মোবাইল বের করল আইটেল। দামও রাখা হয়েছে একেবারে সাধ্যের মধ্যে।
আইটেল কোম্পানি তাদের ফোনের সঙ্গে যোগ করেছে IT2192T থার্মো এডিশন ফিচার। সংস্থার এই ফোনে যে তাপমাত্রা মাপার সেন্সরটি যোগ করা হয়েছে তা রয়েছে ক্যামেরার একেবারে পাশে। কিন্তু গ্রাহক ব্যবহার করবেন কিভাবে? তার জন্য গ্রাহককে থার্মো মেনুতে যেতে হবে। তারপর থার্মো বাটন কিছুক্ষণ ধরে থাকতে হবে। এরপর সেন্সরে হাতের তালু বা আঙুল ছোঁয়ালেই তাপমাত্রা দেখা যাবে ফোনের স্ক্রিনে।
ভারত এখন দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি মানুষের পরিবারে জমা হয়েছে আতঙ্ক। উপসর্গ থাকুক বা না থাকুক ভাইরাস আছেই। আর কার শরীরে কখন বাসা বাঁধবে কেউ জানে না। তাই প্রতিদিনই চাহিদা বাড়ছে চিকিৎসা সরঞ্জামের। এমন একটি সময়ে আইটেল থার্মো ফিচার নিয়ে আসার জন্য গ্রাহকদের মধ্যে এই ফোনের ব্যবহার অনেকটাই বাড়বে বলে মনে করছে কোম্পানি।
ব্যুরো রিপোর্ট