Trending
ফোনের সাথে কভারেও এখন এসেছে বৈচিত্র্য। স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন ধরণের কভার কেনার চাহিদা বেড়েছে তুঙ্গে। ফলে সাধের স্মার্টফোনটিকে রক্ষা করাও যাবে এদিকে কভার থাকায় মোবাইলটি বাইরে থেকে দেখতেও হবে দারুণ। কিন্তু যদি এমন একটি মোবাইল কভারের খোঁজ আপনি পান, যা শুধু মোবাইলকেই অক্ষত রাখবে না, নিয়ন্ত্রণ করবে আপনার বাড়ির বিভিন্ন স্মার্ট ফোন ডিভাইসকেও। ভাবছেন, মোবাইল কভার কিভাবে নিয়ন্ত্রণ করবে স্মার্ট ফোনের ডিভাইস? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি করে দেখিয়েছে ওপ্পো।
ওপ্পো লঞ্চ করেছে আল্ট্রা ওয়াইড ব্যান্ড টেকনোলজি যুক্ত ওপ্পো ওয়ান টাচ ফোন কেস। এটি একটি স্মার্টফোন অ্যাকসেসরিও বটে।
এই প্রোডাক্টে রয়েছে তিনটি মোড- স্যুইচ, কন্ট্রোল বোর্ড এবং স্টার্ট আপ। স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করার জন্য কভার দেওয়া স্মার্টফোনের মুখ সেদিকে রাখতে হবে। তারপর স্মার্টফোনের কেসে করতে হবে ডবল ট্যাপ।
জেনে রাখুন, স্যুইচ মোড ঐ নির্দিষ্ট ডিভাইসকে অন বা অফ করতে সাহায্য করবে। কন্ট্রোল মোডের মাধ্যমে ডিভাইসটির কন্ট্রোল পেজ দেখা যাবে এবং স্টার্ট আপ বা সিন মোড সবচেয়ে বেশি কার্যকরী। বাড়ি থেকে বেরনোর সময় এই মোড সাহায্য করবে সমস্ত স্মার্টডিভাইস গুলোকে বন্ধ করে দেবার জন্য।
মোবাইল ফোন অক্ষত রাখার পাশাপাশি এই অভিনব ফিচার একেবারেই ব্যতিক্রমী। তাই ওপ্পোর এই নতুন কেস স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট