Market
অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে রাখা হোক স্মার্টফোনকেও। আর এভাবেই মহারাষ্ট্র এবং দিল্লি সরকারের কাছে আর্জি জানাতে চলেছে একগুচ্ছ স্মার্টফোন কোম্পানি। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে অ্যামাজন এবং ফ্লিপকার্টের মত দেশের দুই মুখ্য ই-কমার্স সংস্থা।
অ্যাপল, লাভা, রিয়ালমি, শাওমি, ফক্সকন, ভিভো, ওপো এবং মাইক্রোম্যাক্সের মত জনপ্রিয় মোবাইল সংস্থা কতটা এমন দাবিই রাখতে চলেছে ঐ দুই সরকারের কাছে। কারণ দিল্লি এবং মহারাষ্ট্রে সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছনোয় কঠোর কোভিড বিধি চালু করেছে। যেখানে অত্যাবশ্যকীয় পণ্যের বাইরে রয়েছে ইলেকট্রনিক্স পণ্য। যার মধ্যে রয়েছে মোবাইল। কিন্তু একদিকে যখন গোটা দেশ ডিজিটালি মুড়ে ফেলা হচ্ছে তখন মোবাইলকে এসেনশিয়াল পণ্যের আওতার বাইরে রাখা কি আদৌ সঠিক সিদ্ধান্ত? যেখানে আবারও প্রত্যেকটি রাজ্যে ফিরে আসছে ওয়ার্ক ফ্রম হোমের কালচার বা পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস, সেখানে মোবাইলের বিশেষত স্মার্টফোনের ঘাটতি হলে মুশকিলে পড়বেন সাধারণ মানুষেরাই।
আমাদের রাজ্যেও যেভাবে চওড়া হচ্ছে সংক্রমণের থাবা, তারপরে যদি আংশিক লকডাউন জারি হয়ে যায় তাহলেও কি স্মার্টফোন এবং ট্যাবলেটকে রাখা হবে অত্যাবশ্যকীয় পণ্যের বাইরে? তাহলে ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইন ক্লাস করতে গিয়ে ঝামেলার মুখে পড়তে হবে নাতো? উত্তর দেবে সময়।
ব্যুরো রিপোর্ট