Trending

বি পি এন ডেস্কঃ স্মার্ট ফোনের বাজারে চিন এবং আমেরিকাকে ভালোরকম টক্কর দিচ্ছে ভারত। ব্যবসার পরিসরও তাই বিস্তর। তাই ভারতকে উপেক্ষা করতে চায় না কোন মোবাইল সংস্থাই। এবার সেই দৌড়ে সামিল হল অ্যাপল। ৫জি পরিষেবা দিয়ে অ্যাপল প্রস্তুত করতে চলেছে আইফোন১২। এর আগে অবশ্য গত তিন বছর ধরে ভারতে আইফোনের যন্ত্রাংশ জোড়ার কাজ শুরু করে দিয়েছিল এই কোম্পানি। কিন্তু এবারে আইফোন ১২ তৈরির কাজে একেবারে প্রস্তুত অ্যাপল। বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে টুইট করেছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ। টুইটে তিনি জানান,
ভারতকে মোবাইল এবং যন্ত্রাংশ উৎপাদনের বড় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রচেষ্টা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে দেখে ভালো লাগছে। যার ফলে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।।
ভারতে ৩০ হাজার টাকার বেশি দামের মোবাইলের মধ্যে অ্যাপলের ফোন বিক্রি হয় ৩৬%। পিছনের সারিতে রয়েছে স্যামসাং, ওয়ান প্লাসের মত অন্যান্য কোম্পানিগুলি। অনলাইনেও অ্যাপলের ব্যবসা এই দেশে বেড়েছে দ্বিগুণ। ২০১৭ সাল থেকে দেশে অ্যাপলকে আইফোন তৈরিতে সাহায্য করছে তাইওয়ানের উইস্ট্রন। এছাড়াও ফক্সকন নামে আরও একটি সংস্থাও অ্যাপলের সহযোগী হিসেবে কাজ করেছে। জানা গিয়েছে, তামিলনাড়ুর একটি কারখানায় আইফোন ১২ এর যন্ত্রাংশ তৈরির কাজ শুরু করে দিয়েছে ফক্সকন। তাই আমদানিতে রাশ টানলে কম খরচে বিপুল পরিমাণে দেশীয় বাজার ধরতে পারবে আইফোন, এমনই আশা অ্যাপলের কর্তাব্যক্তিদের।