Market

বিখ্যাত ডায়াগনস্টিক পরিষেবা চেন থাইরোকেয়ার কিনতে চলেছে মুম্বই ভিত্তিক অনলাইন ওষুধ বিক্রি সংস্থা ফার্মইজি। যে সদ্য নিজের অবস্থান ধরে রাখতে অধিগ্রহণ করে নিয়েছে মেডলাইফকে। এবং থাইরোকেয়ার কেনার জন্য বর্তমানে ফার্মইজি ৭ হাজার কোটি টাকা ঢালতে আগ্রহও দেখিয়েছে। জানা গিয়েছে, শেয়ার বাজার ছাড়ার আগেই থাইরোকেয়ার কিনে নিতে চাইছে এই সংস্থা। কিন্তু কেন থাইরোকেয়ার বিক্রির পরিকল্পনা?
জানা গিয়েছে, থাইরোকেয়ারের প্রতিষ্ঠাতা ডক্টর এ ভেলুমানির কোন নির্দিষ্ট উত্তরাধিকার নেই। তাই, এই সংস্থাটি বেশ ভালো দামে বিক্রি করার পরিকল্পনা করেন তিনি। এই সময় থাইরোকেয়ার যথেষ্ট লাভদায়ক এবং জনপ্রিয় একটি সংস্থা। বর্তমানে তার বাজারমূল্য রয়েছে ওপরের দিকে। সবমিলিয়ে বিক্রি করার এটাই রাজযোগ বলে মনে করছেন তিনি।
ফার্মইজির মালিক সংস্থা এপিআই হোল্ডিংস আবার বাজারে শেয়ার মূল্য ছাড়তে চলেছে। আর থাইরোকেয়ার অধিগ্রহণ করতে পারলে তা সংস্থার জন্য সবচেয়ে ভালো হবে।
মেডলাইফ অধিগ্রহণের পর ফার্মইজি দেশের সবচেয়ে বড় অনলাইন ওষুধ ডেলিভারি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। মনে করা হচ্ছে, থাইরোকেয়ার অধিগ্রহণ করলে ফার্মইজির উত্তরণ আরও অনেকটাই মসৃণ হয়ে যাবে। উল্লেখ্য, সংস্থার ব্যবসা বিস্তারের জন্য এপিআই হোল্ডিংসের পরিচালন পর্ষদে যোগ দিয়েছেন প্রাক্তন ব্যাঙ্কার আদিত্য পুরী। তবে শোনা যাচ্ছে, থাইরোকেয়ার অধিগ্রহণে চুক্তির অংশ হিসেবে ভেলুমানি এপিআই হোল্ডিংসে লগ্নি করতে পারেন। তবে এই খবরের সত্যতা নিয়ে মুখে কুলুপ এঁটেছে থাইরোকেয়ার এবং এপিআই হোল্ডিংস এই দুই সংস্থাই।
ব্যুরো রিপো