Jobs

আর্টসের কোন বিষয় নিয়ে মাস্টার্স করার পর পিএইচডি করার ইচ্ছে আছে? যাদবপুর বিশ্ব বিদ্যালয় এই সব প্রার্থীদের পিএইচডি করার সুযোগ দিচ্ছে এবং এই বিভাগে আবেদনের সময় সীমাও বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত জুন মাসে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাতে এই বিষয়ে আবেদনের সময়সীমা ছিল ১০ জুলাই। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই সময় সীমা বেড়ে হয়েছে ৩১ জুলাই।
যোগ্যতাঃ প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে। এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা স্নাতকোত্তরে ৫০% নম্বর পেলেই হবে। আবার ২ বছরের কম সময়ের এমএ বা সমতুল্য ডিগ্রি আছে এমন প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের স্নাতক ও স্নাতকোত্তর পড়া শেষ করতে হবে। আবেদনকারীদের নিশ্চিত ভাবে ভারতীয় হতে হবে।
আসন সংখ্যা : বাংলা-১৬, কম্পারেটিভ লিটারেচার – ৪, অরথনীতি-১৭, এদুকেশন-২০, ইংরেজি-৬, ফিল্ম স্টাডিজ-৬, ইতিহাস-২, ইন্টার ন্যাশনাল রিলেশনস-১৭, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স – ৪, ফিলজফি-১১, ফিজিক্যাল এডুকেশন -৯, সংস্কৃত – ১৩, সমাজবিজ্ঞান – ৫
ভর্তির পদ্ধতি- প্রাথীদের লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। তারপর ওই বিভাগে ইন্টার্ভিউ দিতে হবে। তবে যারা লিখিত পরীক্ষা দিয়ে এমফিলে ভর্তি হয়ে বা নেট/ সেট/ গেট পাশ করেছেন তাদের আর লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধু ইন্টারভিউ দিয়েই পিএইচডি তে ভর্তি হতে পারবেন।
প্রার্থীদের প্রথমে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ