Jobs

মাধ্যমিক পাশ ও গ্র্যাজুয়েট (যে কোন শাখা)ছেলেমেয়েদের চাকরীর ক্ষেত্রে এক সুবর্ণ সুযোগ দিচ্ছে পি.জি.আই.এম.ই.আর।মোট ২০৬ টি বিভিন্ন পদে লোক নেওয়া হচ্ছে। তাই আর সময় নষ্ট নয়। সময় থাকতে আবেদন করে ফেলুন। কারা কোন পদের যোগ্যঃ
(১)লোয়ার ডিভিশন ক্লার্কঃ
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশরা ইংরেজি টাইপিং এ মিনিটে অন্তত ৩০ টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বয়সঃ১৮ থেকে ৩০ এর মধ্যে
মূল মাইনেঃ ১৯,৯০০-৬৩২০০ টাকা
শূন্য পদঃ১২ টি (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৪, ই.ডবলু.এস ১)
(২) অফিস অ্যাটেনডেণ্টঃ
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ
বয়সঃ ১৮ থেকে ৩০
মূল মাইনেঃ ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা
শূন্য পদঃ ৭ টি (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৩, ই.ডবলুএস ১)
(৩)টেকনিশিয়ান গ্রেড-IV ( মেকানিক্যাল)
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন।মাধ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডে ৫ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য।
বয়সঃ ১৮-৩০
মূল মাইনেঃ ১৮,০০০-৫৬,৯০০ টাকা
শূন্য পদঃ ১০ টি (জেনা ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ও ও.বি.সি ২)
(৪)টেকনিশিয়ান ও.টি.
শিক্ষাগত যোগ্যতাঃ বি.এস.সি – মেডিক্যাল টেকনোলজি (অপারেশন থিয়েটার/অ্যানাস্থেশিয়া)কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন।
বয়সঃ ১৮-৩০
মূল মাইনেঃ ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা
শূন্য পদঃ ২৫ টি (জেনাঃ ১০, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৫, ও.বি.সি ৮, ইডবলুএস ১)।
দরখাস্ত করতে হবে অনলাইনে, ৩০শে জুনের মধ্যে।
বিস্তারিত জানতে ক্লিক করুন www.pgimer.edu.in ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ