Daily

করোনায় বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ফাইজার। সংস্থার পক্ষ থেকে জানানো হল, দক্ষিণ আফ্রিকাকে ৪৫ লক্ষ টিকা দিয়ে সাহায্য করা হবে। প্রথম পর্যায়ে দেওয়া হবে ৩ লক্ষ ২৫ হাজার ২৬০টি টিকা যা রবিবারেই পাওয়ার কথা বলেছিলেন ঐ দেশের স্বাস্থ্যমন্ত্রী।
ভাইরাসের থাবায় একরকম তছনছ হয়ে পড়ছে দেশের আভ্যন্তরীণ কাঠামো। এদিকে টিকা দেওয়ার মত অর্থনৈতিক ক্ষমতাও সেই দেশের নেই। মাঝে জনসন অ্যান্ড জনসন টিকা পাঠানোর কথা বললেও সাইড এফেক্ট তৈরি হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাতেও এই সংস্থার টিকাদানে স্থগিতাদেশ দেওয়া হয়।
ঐ দেশে হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, টিকা আমদানিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন করোনার সুনামি আটকাতে সাউথ আফ্রিকা কতটা দক্ষ, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট