Market

করোনায় আক্রান্ত ভারত। দেশ জুড়ে শুধু হাহাকার। শয্যা সংকট, অক্সিজেনের আকাল- সব মিলিয়ে দেশের মাথায় জমেছে দুশ্চিন্তার মেঘ। সংক্রমণ রোখার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টিকাকরণ প্রক্রিয়া। কোভিশিল্ড থেকে কো-ভ্যাকসিনের টিকা দেশবাসীর উদ্বেগ সামান্য হলেও কমাচ্ছে। এরই মধ্যে খবর, ভারত সরকারের সঙ্গে চুক্তি করে খুব তাড়াতাড়ি দেশীয় বাজারে টিকা নিয়ে আসতে চলেছে ফাইজার। ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যা নিঃসন্দেহে ইতিবাচক ফলাফল দিচ্ছে বলে মনে করছেন চিকিৎসক মহল। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশীয় বাজারে ফাইজার অবশ্যই সংক্রমণ কমাবে কিন্তু এই টিকার দাম কত রাখা হবে সেই নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছিলই।
জানা গিয়েছে, ভারত সরকারের সঙ্গে যা চুক্তি হয়েছে তাতে ফাইজারের দাম এই বাজারে রাখা হবে ১০ মার্কিন ডলার মত। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩০ টাকার কাছাকাছি। যদি এই দামেই ভারতের বাজারে ফাইজারের আত্মপ্রকাশ হয়, তবে আন্তর্জাতিক বাজারের তুলনায় তা হবে অনেকটাই সস্তা। কারণ, আন্তর্জাতিক ক্ষেত্রে ফাইজারের দাম হয়েছে ভারতের জন্য ধার্য করা সম্ভাব্য দামের দ্বিগুণেরও বেশি।
মার্কিন মুলুকে এক ডোজ ফাইজারের দাম রাখা হয়েছে ১৯.৫ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৪২৩ টাকা। এবং ব্রিটেনে ২১ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১৬৯৩ টাকা। সেদিক থেকে দেখতে গেলে ভারতীয় বাজারে ভ্যাকসিনের এই মূল্য অনেকটাই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ যে সংস্থা ফাইজার তৈরি করছে, সেই সংস্থাটি ভারতীয় বাজারে খুব একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে ভ্যাকসিন বিক্রি করতে চাইছে না। বরং তাদের লক্ষ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে করোনামুক্ত করা। এখন দেখার এই উদ্যোগ নিয়ে ফাইজার দেশীয় বাজারে কতটা সাফল্য ধরে রাখতে পারে।
ব্যুরো রিপোর্ট