Market
অবসর নেবার পর কর্মীদের আর্থিক নিশ্চয়তা দেয় পিএফ বা প্রভিডেন্ট ফাণ্ড। কর্মজীবনে একজন কর্মী যতটাকা পিএফে জমিয়েছেন, রিটায়ার্মেন্টের পর সেই টাকাই বার্ধক্য জীবনের জন্য মূল ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে আর তার যে চিকিৎসা খরচ, তাতে আমজনতার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তাই একসঙ্গে হঠাৎ অনেক টাকার প্রয়োজন পড়লে বেতনভোগী কর্মচারীরা কিভাবে সামাল দেবেন অবস্থা? তার জন্য স্বস্তির খবর শোনাল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ড অর্গানাইজেশন বা ইপিএফও।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হলে সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য টাকা তুলতে পারবেন কর্মচারী। চাইলে নিতে পারবেন লোনও। পরিবারের সদস্যের কেউ করোনায় আক্রান্ত হলে বা অসুস্থ হয়ে পড়লে একজন কর্মী তার মাসিক বেতনের ছয়গুণ টাকা তুলতে পারবেন অথবা পিএফ অ্যাকাউন্টে সংশ্লিষ্ট কর্মী শেয়ারের সঙ্গে ন্যূনতম অ্যামাউন্টের ইন্টারেস্টের টাকা তুলতে পারবেন।
তবে সেক্ষেত্রে কর্মীদের ইপিএফ অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এক হতে হবে। কোন তৃতীয় ব্যক্তির অ্যাকাউন্টে ইপিএফের টাকা ট্রান্সফার করা যাবে না।
ব্যুরো রিপোর্ট